ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাটের মধ্যকার নৌপথে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এই তথ্য জানিয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১০টার থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ফেরিঘাট থেকে একটি ফেরি লোড দিয়ে কাজিরহাট ফেরিঘাটের উদ্দেশ্যে আরিচা ঘাট ছেড়ে যায়। দীর্ঘ সময় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীর মধ্যে বেশ কয়েকটি স্থানে ডুবোচরের সৃষ্টি হয়, যে কারণে ফেরি চলাচলে সমস্যা হয়। ডুবোচর ও মাটি জমায় নৌ-চ্যানেল সরু হয়ে যায়। ফলে দেখা দেয় নাব্য সংকট। এ অবস্থায় গত শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে নৌ-চ্যানেল ড্রেজিং করায় আজ দুপুর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নাব্য সংকটের কারণে শুক্রবার রাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীতে নাব্যতা রক্ষার্থে ড্রেজিং করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ জন্য আজ ফেরি চলাচল শুরু করা হয়েছে। নৌপথের উভয় ঘাট থেকে ফেরি ছাড়া হয়েছে।
যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাটের মধ্যকার নৌপথে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এই তথ্য জানিয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১০টার থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ফেরিঘাট থেকে একটি ফেরি লোড দিয়ে কাজিরহাট ফেরিঘাটের উদ্দেশ্যে আরিচা ঘাট ছেড়ে যায়। দীর্ঘ সময় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীর মধ্যে বেশ কয়েকটি স্থানে ডুবোচরের সৃষ্টি হয়, যে কারণে ফেরি চলাচলে সমস্যা হয়। ডুবোচর ও মাটি জমায় নৌ-চ্যানেল সরু হয়ে যায়। ফলে দেখা দেয় নাব্য সংকট। এ অবস্থায় গত শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে নৌ-চ্যানেল ড্রেজিং করায় আজ দুপুর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নাব্য সংকটের কারণে শুক্রবার রাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীতে নাব্যতা রক্ষার্থে ড্রেজিং করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ জন্য আজ ফেরি চলাচল শুরু করা হয়েছে। নৌপথের উভয় ঘাট থেকে ফেরি ছাড়া হয়েছে।
ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ few সেকেন্ড আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১০ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১৪ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
২১ মিনিট আগে