Ajker Patrika

সংবাদ প্রকাশের পর সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী পালন

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫: ০৯
সংবাদ প্রকাশের পর সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী পালন

সংবাদ প্রকাশের পর বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজ বুধবার সকালে পরিবার, জেলা আওয়ামী লীগ ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার মেয়রের নেতৃত্বে শোকযাত্রার আয়োজন করা হয়। পরে ১ হাজার দুস্থের মধ্যে কম্বল ও খাবার বিতরণ করা হয়। 

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্টরা কোনো কর্মসূচি না নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার ‘সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসূচি নেই কিশোরগঞ্জে’ এই শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। 

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘আমরা সৈয়দ আশরাফকে ধারণ করি। তাঁর আদর্শ লালন করি। তাঁর স্মৃতি রক্ষায় কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।’ 

জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘সৈয়দ আশরাফ আমাদের কিশোরগঞ্জের অহংকার। আমরা আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। রাজনীতির মাঠে তাঁর অভাব অপূরণীয়। আজ সকাল থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।’ 

সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব) সৈয়দ সাফায়েতুল ইসলাম, ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রুপা আজকের পত্রিকাকে জানান, সৈয়দ আশরাফুল ইসলাম খুবই স্নেহপ্রবণ মানুষ ছিলেন। পুরো পরিবারকে তিনি আগলে রাখতেন। তিনি দূরদর্শী ছিলেন। আজকে তাঁদের ভাইয়ের স্মরণে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, সদর উপজেলা ও হোসেনপুরের প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত