কিশোরগঞ্জ প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজ বুধবার সকালে পরিবার, জেলা আওয়ামী লীগ ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার মেয়রের নেতৃত্বে শোকযাত্রার আয়োজন করা হয়। পরে ১ হাজার দুস্থের মধ্যে কম্বল ও খাবার বিতরণ করা হয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্টরা কোনো কর্মসূচি না নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার ‘সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসূচি নেই কিশোরগঞ্জে’ এই শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘আমরা সৈয়দ আশরাফকে ধারণ করি। তাঁর আদর্শ লালন করি। তাঁর স্মৃতি রক্ষায় কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘সৈয়দ আশরাফ আমাদের কিশোরগঞ্জের অহংকার। আমরা আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। রাজনীতির মাঠে তাঁর অভাব অপূরণীয়। আজ সকাল থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।’
সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব) সৈয়দ সাফায়েতুল ইসলাম, ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রুপা আজকের পত্রিকাকে জানান, সৈয়দ আশরাফুল ইসলাম খুবই স্নেহপ্রবণ মানুষ ছিলেন। পুরো পরিবারকে তিনি আগলে রাখতেন। তিনি দূরদর্শী ছিলেন। আজকে তাঁদের ভাইয়ের স্মরণে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, সদর উপজেলা ও হোসেনপুরের প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংবাদ প্রকাশের পর বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী। আজ বুধবার সকালে পরিবার, জেলা আওয়ামী লীগ ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার মেয়রের নেতৃত্বে শোকযাত্রার আয়োজন করা হয়। পরে ১ হাজার দুস্থের মধ্যে কম্বল ও খাবার বিতরণ করা হয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্টরা কোনো কর্মসূচি না নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার ‘সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে কোনো কর্মসূচি নেই কিশোরগঞ্জে’ এই শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘আমরা সৈয়দ আশরাফকে ধারণ করি। তাঁর আদর্শ লালন করি। তাঁর স্মৃতি রক্ষায় কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘সৈয়দ আশরাফ আমাদের কিশোরগঞ্জের অহংকার। আমরা আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। রাজনীতির মাঠে তাঁর অভাব অপূরণীয়। আজ সকাল থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।’
সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব) সৈয়দ সাফায়েতুল ইসলাম, ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রুপা আজকের পত্রিকাকে জানান, সৈয়দ আশরাফুল ইসলাম খুবই স্নেহপ্রবণ মানুষ ছিলেন। পুরো পরিবারকে তিনি আগলে রাখতেন। তিনি দূরদর্শী ছিলেন। আজকে তাঁদের ভাইয়ের স্মরণে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, সদর উপজেলা ও হোসেনপুরের প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বরিশালের মুলাদীতে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে বিকেলে খোকন কবিরাজ (৩৫) নামের এক যুবককে পুলিশ আটক করেছে।
১ ঘণ্টা আগেদেড় যুগেও পূর্ণতা পায়নি বিএনপি সরকারের আমলে নির্মিত ময়মনসিংহের চরাঞ্চল ২০ শয্যার হাসপাতাল। এতে সেবাবঞ্চিত হচ্ছে চরাঞ্চলের দুই লক্ষাধিক মানুষ। হাসপাতালের কমপ্লেক্স ও স্টাফদের আবাসন ভবন থাকলেও নেই প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়ির বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে অবৈধভাবে পানি উত্তোলনের অভিযোগ উঠেছে শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়ে একতরফা পানি উত্তোলন না করতে বাগান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
১ ঘণ্টা আগেএকজন ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোক। আরেকজন হুন্ডির কারবারি। কিন্তু সাবেক এমপির আশীর্বাদে দুজনেই হয়েছিলেন দুই উপজেলার চেয়ারম্যান।
২ ঘণ্টা আগে