Ajker Patrika

৪০ টাকা কেজির তরমুজ এখন ২০ টাকা পিস

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৪০ টাকা কেজির তরমুজ এখন ২০ টাকা পিস

ভূঞাপুরে ৪০ টাকা কেজি দরের তরমুজ এখন মাত্র ২০ টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। এই তরমুজের দাম কিছুদিন আগেও ১৫০-১৮০ টাকা ছিল। এতে ক্রেতারা খুশি। বিক্রেতারা গলা ফাটিয়ে বলছেন, যেটা মন চায় সেটাই বেছে নিন। একদাম, একদর। ফুরিয়ে গেলে আর পাবেন না। তরমুজ নিন, টাকা দিন। এভাবেই হাটে তরমুজ বিক্রেতারা হৈ-হুল্লোড় করে তরমুজ বিক্রির উৎসবে মেতে ওঠেন। 

গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তরমুজ বিক্রি উৎসবের এমন কাণ্ড দেখা যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌর শহরের সাপ্তাহিক শিয়ালকোল হাটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিক্রেতারা হাটে তরমুজের পসরা সাজিয়ে বসে আছেন। দাম কম হওয়ায় দোকানের চারপাশে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিক্রেতাদের মধ্যে কেউ ক্রেতাকে তরমুজ কিনতে ডাকাডাকি করছেন, কেউ ক্রেতার ব্যাগে তরমুজ তুলে দিচ্ছেন। আবার কেউ ক্রেতাদের থেকে টাকা নিচ্ছেন। দাম কম হওয়ায় একেকজন ২-৩টা করে তরমুজ কিনছেন। তবে কিছু কিছু তরমুজ ব্যবসায়ীকে ১০-১৫ টাকা কেজি দরেও তরমুজ বিক্রি করতে দেখা গেছে। 

এ ছাড়া উপজেলার পাথাইলকান্দী (যমুনা সেতু) বাজারেও একই চিত্র লক্ষ্য করা যায়।

তরমুজ বিক্রেতা আব্দুর রহমান, সুরমান আলী ও করিম খান বলেন, মোকামে তরমুজের দাম খুবই কম। তাই আমরাও কমে বিক্রি করতেছি। কদিন আগেও কেজি দরে বিক্রি করলেও এখন পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। 

তাঁরা আরও বলেন, গত কয়েক দিনের অতিবৃষ্টির কারণে খেতে তরমুজ পচে যাওয়ার উপদ্রব দেখা দিয়েছে, যার ফলে চাষিরা দ্রুত খেত থেকে মোকামে তরমুজ বিক্রি করে দিচ্ছেন। তাই স্থানীয় হাট-বাজারে তরমুজ ব্যাপক পরিমাণে দেখা মিলছে।

স্থানীয় শিক্ষক নজরুল মাস্টারসহ অনেকেই বলেন, কয়েক দিন বাজার থেকে ৩৫-৪০ টাকা কেজি দরে তরমুজ কিনেছি। আজ হাটে এসে হঠাৎ শুনতে পেলাম তরমুজের পিস মাত্র ২০ টাকা। পরে পরিবারের জন্য ৩ পিস ৬০ টাকা দিয়ে কিনেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত