সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে মিলন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় মিলনসহ দুই ব্যক্তি রামদা নিয়ে স্থানীয় এক ব্যক্তির ওপর হামলার চেষ্টাকালে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের প্রধান।
নিহত মিলন (৩৫) আটিগ্রাম এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিলন আটিগ্রামসহ পুরো ওয়ার্ড জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তিনি এলাকার বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকাপয়সা ডাকাতি করতেন। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন। গতকাল রোববার রাতে ওই চক্রের দুজন সদস্যকে ঘটনাস্থলে হাঁটাচলা করতে দেখেন এলাকাবাসী। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ দুপুরে একটি মোটরসাইকেলযোগে ওই চক্রের সদস্য মিলন ও জনিসহ তিনজন সেই এলাকার বাসিন্দা শাহজাহানের ওপর রামদা নিয়ে হামলা করার চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা করে মিলনকে গণপিটুনি দেন। এ সময় বাকি দুজন পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, গণপিটুনির শিকার ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে মিলন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় মিলনসহ দুই ব্যক্তি রামদা নিয়ে স্থানীয় এক ব্যক্তির ওপর হামলার চেষ্টাকালে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের প্রধান।
নিহত মিলন (৩৫) আটিগ্রাম এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিলন আটিগ্রামসহ পুরো ওয়ার্ড জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তিনি এলাকার বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকাপয়সা ডাকাতি করতেন। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন। গতকাল রোববার রাতে ওই চক্রের দুজন সদস্যকে ঘটনাস্থলে হাঁটাচলা করতে দেখেন এলাকাবাসী। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ দুপুরে একটি মোটরসাইকেলযোগে ওই চক্রের সদস্য মিলন ও জনিসহ তিনজন সেই এলাকার বাসিন্দা শাহজাহানের ওপর রামদা নিয়ে হামলা করার চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা করে মিলনকে গণপিটুনি দেন। এ সময় বাকি দুজন পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, গণপিটুনির শিকার ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৩৪ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে