নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করেন। তাইতো দ্রব্যমূল্যে ভর্তুকি দিয়ে দেশের এক কোটি স্বল্প আয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি সব সময় দুঃখী মানুষের কথা ভাবেন। তাদের ভাগ্য উন্নয়নে চিন্তা করেন।’
আজ রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জের শোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এখন থেকেই দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
এমপি বলেন, ‘কালিগঙ্গা নদী ভাঙন রোধে একনেকে প্রকল্পটি উঠেছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে। এ ছাড়াও ট্যানারির বর্জ্যে কালিগঙ্গা নদীর পানি দূষিত হওয়ায় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলাম। প্রয়োজনে আবারও বলব।’
তিনি বলেন, ‘অচিরেই দোহার ও নবাবগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দুটি পাইলট প্রকল্প চালু করা হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, দোহার সার্কেলের এএসপি মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এর আগে দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম’ অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করেন। তাইতো দ্রব্যমূল্যে ভর্তুকি দিয়ে দেশের এক কোটি স্বল্প আয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি সব সময় দুঃখী মানুষের কথা ভাবেন। তাদের ভাগ্য উন্নয়নে চিন্তা করেন।’
আজ রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জের শোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এখন থেকেই দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
এমপি বলেন, ‘কালিগঙ্গা নদী ভাঙন রোধে একনেকে প্রকল্পটি উঠেছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে। এ ছাড়াও ট্যানারির বর্জ্যে কালিগঙ্গা নদীর পানি দূষিত হওয়ায় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলাম। প্রয়োজনে আবারও বলব।’
তিনি বলেন, ‘অচিরেই দোহার ও নবাবগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দুটি পাইলট প্রকল্প চালু করা হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, দোহার সার্কেলের এএসপি মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এর আগে দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম’ অনুষ্ঠানে যোগ দেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে