Ajker Patrika

স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি, যৌনাঙ্গে আঘাত পেয়ে স্বামীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৯: ৪৩
স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি, যৌনাঙ্গে আঘাত পেয়ে স্বামীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে মোবাইল ফোন নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে যৌনাঙ্গে আঘাত পেয়ে আব্দুল জব্বার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আজ সোমবার দুপুরে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

আব্দুল জব্বারের স্বজনেরা বলেন, বেশ কয়েক দিন ধরেই দ্বিতীয় স্ত্রী আছমা খাতুনের (৪০) সঙ্গে আব্দুল জব্বারের ঝগড়া চলছিল। আজ সোমবার দুপুর ১২টার দিকেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আছমা খাতুনের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। একপর্যায়ে আছমা তাঁর স্বামীর গোপনাঙ্গ চেপে ধরেন। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নিহতের ছেলে মো. হিরণ ও ওমর ফারুক বলেন, ‘১০-১২ বছর আগে ছোট চাচা মারা যাওয়ার পর চাচিকে বাবা বিয়ে করেন। সৎমায়ের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। আমরা তাঁর বিচার চাই।’ এই ঘটনায় কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে তাঁরা জানান। 

উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরিফুল হাকিম মোল্লা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বামীর মোবাইল ফোন তাঁর স্ত্রী আছমা খাতুন নিয়ে যান। স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন নিতে যান আব্দুল জব্বার। ধস্তাধস্তির একপর্যায়ে আসমা স্বামীর গোপনাঙ্গ চেপে ধরলে আবদুল জব্বার মারা যান। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত