Ajker Patrika

এস আলম গ্রুপের আরও ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক
সাইফুল আলম। ছবি: সংগৃহীত
সাইফুল আলম। ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৮১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৭১১ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ খতিয়ে দেখার অভিযানকালে অনেক সম্পদের তথ্য পাওয়া যায়। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর শেয়ার রয়েছে। যার মূল্য ৮১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৭১১ টাকা। শেয়ারগুলো অবরুদ্ধের আদেশ না দেওয়া হলে অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে।

গত ১৪ জানুয়ারি এস আলমের কর্ণধার সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক ও ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

এর আগে গত বছরের ৭ অক্টোবর সাইফুল আলম, তাঁর স্ত্রী ফারজানা পারভীন এবং তাঁর পরিবারের ১১ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

গত ৩০ জানুয়ারি এস আলমের ৩৬৮ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়। পরে গত ১২ ফেব্রুয়ারি আরও পাঁচ হাজার কোটি টাকার শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত