কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিলে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখোলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও লাঠিপেটায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তা ছাড়া বিএনপির কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের অন্তত ১০ সদস্য।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকার পতনের এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রায় অংশ নিতে সকাল থেকে নেতা-কর্মীরা মিছিলসহ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হয়। দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরোনো স্টেডিয়ামের দিকে যাচ্ছিল।
দুপুর সোয়া ১২টার দিকে বিশাল মিছিল নিয়ে গুরুদয়াল কলেজ মাঠ থেকে শহরের রথখোলা এলাকায় গিয়ে পুরোনো স্টেডিয়ামের উদ্দেশে পদযাত্রা শুরু করে। রথখোলা মাঠের এখানে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা ঠেলে সামনে এগোতে চাইলে দুই পক্ষে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের ওপর দলের কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে। এ সময় পুলিশের পক্ষ থেকে ৭৭ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।
এ সময় শহরের রথখোলা থেকে আখড়াবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দলের ক্ষুব্ধ কর্মীরা কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদের গাড়ি ভাঙচুর করেন। তা ছাড়া দুই পক্ষের সংঘর্ষে মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম আহত হন।
তবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের পদযাত্রা কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ হামলা চালিয়েছে। তাতে আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের হামলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ফয়জুল করিম মুবিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পাৰ্ণেল, পল্লি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মুসা তানহা, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ শাহ আলম, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ প্রমুখ। তাঁরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ বলেন, বিএনপির কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ থেকে রথখোলা ময়দান পর্যন্ত। কিন্তু তারা পুরো জেলা শহরে মিছিল করতে চায়। পুলিশ বিএনপির কর্মসূচিতে বাধা দেয়নি। বিএনপির লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপসহ লাঠিপেটা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিলে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখোলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও লাঠিপেটায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তা ছাড়া বিএনপির কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন পুলিশের অন্তত ১০ সদস্য।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকার পতনের এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রায় অংশ নিতে সকাল থেকে নেতা-কর্মীরা মিছিলসহ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হয়। দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরোনো স্টেডিয়ামের দিকে যাচ্ছিল।
দুপুর সোয়া ১২টার দিকে বিশাল মিছিল নিয়ে গুরুদয়াল কলেজ মাঠ থেকে শহরের রথখোলা এলাকায় গিয়ে পুরোনো স্টেডিয়ামের উদ্দেশে পদযাত্রা শুরু করে। রথখোলা মাঠের এখানে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা ঠেলে সামনে এগোতে চাইলে দুই পক্ষে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের ওপর দলের কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে। এ সময় পুলিশের পক্ষ থেকে ৭৭ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।
এ সময় শহরের রথখোলা থেকে আখড়াবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দলের ক্ষুব্ধ কর্মীরা কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদের গাড়ি ভাঙচুর করেন। তা ছাড়া দুই পক্ষের সংঘর্ষে মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম আহত হন।
তবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের পদযাত্রা কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ হামলা চালিয়েছে। তাতে আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের হামলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ফয়জুল করিম মুবিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পাৰ্ণেল, পল্লি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মুসা তানহা, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ শাহ আলম, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ প্রমুখ। তাঁরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ বলেন, বিএনপির কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ থেকে রথখোলা ময়দান পর্যন্ত। কিন্তু তারা পুরো জেলা শহরে মিছিল করতে চায়। পুলিশ বিএনপির কর্মসূচিতে বাধা দেয়নি। বিএনপির লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপসহ লাঠিপেটা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে