মানিকগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ২২: ০৭
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১০: ৩৪

মানিকগঞ্জের দুটি উপজেলায় পৃথক তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের মো. মমিনুল ইসলাম ইমন (১৭), একই উপজেলার রসুলপুরের অনিল হালদার (৩৪) এবং সিংগাইর উপজেলার চারিগ্রামের দাশেরহাটি এলাকার ওয়ালিদ হাসান (১৪)। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার মূলজান এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে আজ বিকেলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিল হালদার (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি ঘিওর থেকে মানিকগঞ্জে আসছিলেন এবং মালবাহী ট্রাকটি ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। অন্যদিকে সদরের পুটাইল ইউনিয়নের বাঙ্গালা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ওয়ালিদ হাসান (১৪) নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়া আজ দুপুরে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি সেতু এলাকায় আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মো. মমিনুল ইসলাম ইমন (১৭) নামের আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় দুর্ঘটনাসংক্রান্ত মামলা হয়েছে। 

অন্যদিকে দৌলতপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত