Ajker Patrika

আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
গ্রেপ্তার হওয়া মঈন আব্দুল্লাহ।
গ্রেপ্তার হওয়া মঈন আব্দুল্লাহ।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে ডিবি। গুলশান-২ থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

উপ-পুলিশ কমিশনার জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলশান-২ থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

উল্লেখ্য, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব আগেই স্থগিত করা হয়েছে। তাদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত