Ajker Patrika

টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, চালসকসহ আহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ১০
টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, চালসকসহ আহত ৪

টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক পানিতে উল্টে পড়েছে। এ সময় ট্রাকটি পানির নিচে তলিয়ে যায়। এতে ট্রাকচালকসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা এলাকর সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল থেকে দেলদুয়ারগামী বালুবাহী ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ।

ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বেইলি ব্রিজ ভেঙে পড়ায় নৌকায় পারাপার হচ্ছে মানুষস্থানীয় সূত্রে জানা গেছে, এবারসহ ব্রিজটি চারবার ভাঙল। আগে কাঠের সেতু থাকা অবস্থায় আরও দুবার ভেঙে পড়েছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার ভেঙে পড়ে। সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে সেতু নির্মাণের দাবি জানান এলাকাবাসী। 

সেহড়াতৈল গ্রামের আরশেদ আলী বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। দুপাশে সতর্কসংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তার পরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গত রাতে বালুবোঝাই ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। 

 ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছেটাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত