পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে মঙ্গল চন্দ্র হত্যা মামলায় সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান।
ওসি জানান, গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে দুইটার দিকে দু্র্বত্তরা কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামের যতীন্দ্রনাথের ছেলে মঙ্গল চন্দ্রের (৬৫) বাড়িতে ঢুকে তাঁর দুই পা ও একটি হাত ভেঙে দেয়। এ সময় দুর্বৃত্তরা তার পরিবারের অন্য সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় মঙ্গল চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আহত মঙ্গল চন্দ্রের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গল চন্দ্রের ছোট ছেলে কুমারেশ চন্দ্র বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে কালুখালী থানায় বিপুল প্রামাণিক, মো. গফুর, রফিক মণ্ডল, মুকিম মণ্ডল, আকিদুল মণ্ডল ও আলীসহ ৬ জনের নাম ও অজ্ঞাতনামা ৫-৬ জন উল্লেখ করে মামলা দায়ের করেন।
ওসি বলেন, এ মামলায় পুলিশ এজাহার নামীয় ৩ নম্বর আসামি রফিক মণ্ডল গ্রেপ্তার করে। তিনি গত ১৪ মার্চ রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেনের কাছে মঙ্গল চন্দ্র হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, উপজেলার সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১১ জন মিলে হত্যা করে মঙ্গল চন্দ্রকে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।
রাজবাড়ীর কালুখালীতে মঙ্গল চন্দ্র হত্যা মামলায় সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান।
ওসি জানান, গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে দুইটার দিকে দু্র্বত্তরা কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামের যতীন্দ্রনাথের ছেলে মঙ্গল চন্দ্রের (৬৫) বাড়িতে ঢুকে তাঁর দুই পা ও একটি হাত ভেঙে দেয়। এ সময় দুর্বৃত্তরা তার পরিবারের অন্য সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় মঙ্গল চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আহত মঙ্গল চন্দ্রের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গল চন্দ্রের ছোট ছেলে কুমারেশ চন্দ্র বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে কালুখালী থানায় বিপুল প্রামাণিক, মো. গফুর, রফিক মণ্ডল, মুকিম মণ্ডল, আকিদুল মণ্ডল ও আলীসহ ৬ জনের নাম ও অজ্ঞাতনামা ৫-৬ জন উল্লেখ করে মামলা দায়ের করেন।
ওসি বলেন, এ মামলায় পুলিশ এজাহার নামীয় ৩ নম্বর আসামি রফিক মণ্ডল গ্রেপ্তার করে। তিনি গত ১৪ মার্চ রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেনের কাছে মঙ্গল চন্দ্র হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, উপজেলার সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১১ জন মিলে হত্যা করে মঙ্গল চন্দ্রকে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।
ঈদযাত্রায় সাত দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ২৮ মার্চ এক দিনে সর্বোচ্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়। সাত দিনে মোট টোল আদায় হয়েছে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকা।
৮ মিনিট আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ঈদ আনন্দমিছিল ও ঈদের জামাত বিপুল জনসমাগমে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
২৯ মিনিট আগেদোয়া শেষে ইমাম ইমদাদুল হককে ঘিরে ধরেন সাবেক যুবদল নেতা সৈকত হাসান ইকবাল ও তাঁর অনুসারীরা। অনুরোধের পরেও দোয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করার কারণ জানতে চান তাঁরা। একপর্যায়ে ইমামের সঙ্গে সৈকত হাসান উচ্চবাচ্য করেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। পরে অন্য মুসল্লিদের প্রতিবাদের মুখে
৩৫ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন চাকার যান টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে