Ajker Patrika

বঙ্গবন্ধু জাদুঘরসহ সারা দেশে স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগে ব্লাস্টের নিন্দা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ২৫
বঙ্গবন্ধু জাদুঘরসহ সারা দেশে স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগে ব্লাস্টের নিন্দা

রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরসহ সারা দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আইন ও মানবাধিকারবিষয়ক সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংস্থাটি মনে করে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ফলে দেশব্যাপী ভয়ানক বিশৃঙ্খল ও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ৫ ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের স্মৃতিবিজড়িত রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, শেখ হাসিনার বাসভবন সুধা সদনসহ দেশের বিভিন্ন স্থানের আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি দ্রুততার সঙ্গে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার সম্পন্ন করা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ফলে দেশব্যাপী বিশৃঙ্খল ও সংঘাতময় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পুলিশ-প্রশাসন যথাসময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। এ ধরনের সংঘবদ্ধ হামলা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে স্থাপনা-সম্পত্তি ধ্বংস করা দেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। অনতিবিলম্বে এ ধরনের সহিংসতা প্রতিরোধ, শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ গ্রহণ জরুরি। এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে ব্লাস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত