নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি নিজ শটগান দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর ইউএনও বাসভবনের গেটে এই ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যের নাম আফজাল হোসেন (২৫)। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার গাজিরায় গ্রামে। তাঁর বাবা মৃত ওহিদুর রহমান।
তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইউএনও বাসভবনের গেটে ডিউটিরত অবস্থায় ওই আনসার সদস্য তাঁর নিজ নামে ইস্যুকৃত শটগান দিয়ে মাথায় গুলি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন।
বন্দর ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘সোমবার বিকেল ৪টা থেকে আফজাল ডিউটি শুরু করে। এর আধা ঘণ্টা পরেই নিজ শটগান দিয়ে মাথায় গুলি করে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও শটগান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।’
আফজাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা এক সহকর্মী মিরাজুল ইসলাম জানান, বর্তমানে দ্বিতীয় স্ত্রী স্মৃতি আক্তারকে নিয়ে সোনারগাঁ মুরগাপাড়া এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর মাথার বাম পাশে গুলিবিদ্ধ ছিল।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি নিজ শটগান দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর ইউএনও বাসভবনের গেটে এই ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যের নাম আফজাল হোসেন (২৫)। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার গাজিরায় গ্রামে। তাঁর বাবা মৃত ওহিদুর রহমান।
তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইউএনও বাসভবনের গেটে ডিউটিরত অবস্থায় ওই আনসার সদস্য তাঁর নিজ নামে ইস্যুকৃত শটগান দিয়ে মাথায় গুলি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন।
বন্দর ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘সোমবার বিকেল ৪টা থেকে আফজাল ডিউটি শুরু করে। এর আধা ঘণ্টা পরেই নিজ শটগান দিয়ে মাথায় গুলি করে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও শটগান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।’
আফজাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা এক সহকর্মী মিরাজুল ইসলাম জানান, বর্তমানে দ্বিতীয় স্ত্রী স্মৃতি আক্তারকে নিয়ে সোনারগাঁ মুরগাপাড়া এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর মাথার বাম পাশে গুলিবিদ্ধ ছিল।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২৩ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে