Ajker Patrika

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা শিরিষ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২১: ৪৩
আজিজুর রহমান শিরিষ। ছবি: সংগৃহীত
আজিজুর রহমান শিরিষ। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে আজ সোমবার সন্ধ্যায় পূবাইলের মেঘডুবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) নাজির আহমেদ খান আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পথসভায় নৌকা ছাড়া কাউকে ভোট দিতে কেন্দ্রে আসতে দেওয়া হবে না বলে হুমকি দেন শিরিষ। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নির্বাচনের এক দিন আগে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইলের মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে শিরিষকে গ্রেপ্তার করা হয়। তিনি পূবাইল মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মহানগরীর গাছা থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গাছা থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুর রহমান শিরিষ কাউন্সিলর। এর আগে তিনি পূবাইল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনেও তিনি কাউন্সিলর পদে নির্বাচন করেন। নির্বাচনী সভায় ত্রাস সৃষ্টিকারী বক্তব্য দেওয়ায় নির্বাচনের একদিন আগে বিকেলে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত