নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবেশী এক দোকানির হাতে এক শিশুর যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। লজ্জায় বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিশুটি। ওই ঘটনায় অভিযুক্ত এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।
বিষয়টি জানার পর শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। কল পেয়ে ওই দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
আনোয়ার সাত্তার জানান, শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এক বাসিন্দা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাঁর ৭ বছরের ভাতিজিকে দুই দিন আগে বাড়ির পাশের এক দোকানি যৌন নির্যাতন করেছে। কিন্তু শিশুটি ভয়ে ও লজ্জায় কাউকে কিছু বলেনি। পরে শনিবার সন্ধ্যায় শিশুটি তার ফুফুকে (অভিযুক্তের বোন) ঘটনাটি জানায়, ‘দোকানদার আংকেল তাকে জোর করে ব্যথা দিয়েছে’। এরপর শিশুটি লজ্জায় বাড়ির ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা চালায়। এলাকার লোকজন মিলে অভিযুক্ত দোকানদারের দোকান ঘেরাও করে রেখেছে।
আনোয়ার সাত্তার আরও জানান, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল জান্নাতুল। কনস্টেবল জান্নাতুল তাৎক্ষণিকভাবে রূপগঞ্জ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থার অনুরোধ জানান।
সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এএসআই বায়েজীদ ৯৯৯কে জানান, তাঁরা ঘটনাস্থল থেকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দোকানদার সাইদুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
প্রতিবেশী এক দোকানির হাতে এক শিশুর যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। লজ্জায় বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিশুটি। ওই ঘটনায় অভিযুক্ত এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।
বিষয়টি জানার পর শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। কল পেয়ে ওই দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
আনোয়ার সাত্তার জানান, শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এক বাসিন্দা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাঁর ৭ বছরের ভাতিজিকে দুই দিন আগে বাড়ির পাশের এক দোকানি যৌন নির্যাতন করেছে। কিন্তু শিশুটি ভয়ে ও লজ্জায় কাউকে কিছু বলেনি। পরে শনিবার সন্ধ্যায় শিশুটি তার ফুফুকে (অভিযুক্তের বোন) ঘটনাটি জানায়, ‘দোকানদার আংকেল তাকে জোর করে ব্যথা দিয়েছে’। এরপর শিশুটি লজ্জায় বাড়ির ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা চালায়। এলাকার লোকজন মিলে অভিযুক্ত দোকানদারের দোকান ঘেরাও করে রেখেছে।
আনোয়ার সাত্তার আরও জানান, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল জান্নাতুল। কনস্টেবল জান্নাতুল তাৎক্ষণিকভাবে রূপগঞ্জ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থার অনুরোধ জানান।
সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এএসআই বায়েজীদ ৯৯৯কে জানান, তাঁরা ঘটনাস্থল থেকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দোকানদার সাইদুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
১ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৯ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৫ মিনিট আগে