চিকিৎসক না হয়েও দিতেন ব্যবস্থাপত্র, গুনতে হলো জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ২০: ১৮
আপডেট : ১৫ মে ২০২৪, ২০: ৪৯

টাঙ্গাইলে চিকিৎসক না হয়েও রোগী দেখতেন এক ওষুধ দোকানি। রোগীকে দিতেন ব্যবস্থাপত্র। এমন অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে সাত হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ঘটনাটি ঘটে আজ বুধবার সদর উপজেলার সুরুজ বাজারে। 

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ফার্মেসির মালিক মো. বজলুর রশিদ চিকিৎসক সেজে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া, ফার্মেসির ড্রাগ লাইসেন্সের হালনাগাদ না থাকা এবং মূল্যবিহীন ওষুধ (ফিজিশিয়ান স্যাম্পল) সংরক্ষণ করে রাখার দায়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে সে আর কোনো রোগীকে সেবা দেবে না জানিয়ে মুচলেকা দিয়েছে।’ 

অভিযানের সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ, কসমেটিকস বিক্রয় না করতে অনুরোধ জানানো হয়। এ ছাড়া সচেতনতা সৃষ্টি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত