Ajker Patrika

মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত 

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৬: ০৯
মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত 

বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক, কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী আজ। জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদীতে লেখকের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি শেষে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম লোকমান, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ডা. কে. এম. মুজাহিদুল ইসলাম ও প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মুন্তাজ ও ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।

এ ছাড়া সন্ধ্যায় রাজবাড়ী, ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার লোকশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে। 

জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদীতে লেখকের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন১৮৪৭ সালের এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে তিনি জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুরের পদমদীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁকে পদমদীতেই সমাহিত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত