টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানার ভেতরে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকদের আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন।
শ্রমিকেরা জানান, ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। দুটি ইউনিটে ভাগ করে পরিচালনা করা হয় এটি। গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার পরে বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন ইউনিট-১-এর প্রায় ৭০০ শ্রমিক। বেলা বাড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
কারখানাটির অপারেটর লায়লা বলেন, ‘আমাদের কারখানায় মাসের হিসাবটা ভিন্নভাবে গণনা করা হয়। প্রতি মাসের ২৫ তারিখ থেকে মাসের শুরু হিসেবে গণনা হয়। গত দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করি।’
এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করেছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।’
গাজীপুরের টঙ্গীতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানার ভেতরে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকদের আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন।
শ্রমিকেরা জানান, ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। দুটি ইউনিটে ভাগ করে পরিচালনা করা হয় এটি। গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার পরে বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন ইউনিট-১-এর প্রায় ৭০০ শ্রমিক। বেলা বাড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
কারখানাটির অপারেটর লায়লা বলেন, ‘আমাদের কারখানায় মাসের হিসাবটা ভিন্নভাবে গণনা করা হয়। প্রতি মাসের ২৫ তারিখ থেকে মাসের শুরু হিসেবে গণনা হয়। গত দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করি।’
এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করেছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।’
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে