Ajker Patrika

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ 

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ সেশনের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

এতে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পাঁচটি শিফটে বিকেল ৫টা পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা হবে। ২৫ ফেব্রুয়ারি প্রথম শিফটে সি ১ (কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ), দ্বিতীয় শিফট থেকে শেষ শিফট পর্যন্ত কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা হবে। 

২৭ ও ২৮ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে। ২৯ ফেব্রুয়ারি প্রথম ও দ্বিতীয় শিফটে বি ইউনিট (সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ) এবং তৃতীয় শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এবং চতুর্থ ও পঞ্চম শিফটে ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা হবে। 

বিজ্ঞপ্তি আরও বলা হয়, অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। সময় দেখার জন্য পরীক্ষাকেন্দ্রে ঘড়ির ব্যবস্থা থাকবে। 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ সেশনে এবার ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৯৭ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত