গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার ছাদ থেকে পা পিছলে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী মো হামিদুর রহমান (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলিয়া এলাকার আব্দুল মান্নাফের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় লিডা ফ্যাশন অ্যান্ড ডাইং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানা ভবনের ছয়তলার ছাদে রঙের কাজ চলছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভবনের ছাদে ওঠে প্রকৌশলী হামিদুর রহমান কাজ পরিদর্শন করেন। এ সময়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
গুরুতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানার সহকারী প্রকৌশলী কাজ তদারকি করার সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারা যান। এ নিয়ে তার স্বজনদের কোনো সন্দেহ নেই। তাই তাদের আবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার ছাদ থেকে পা পিছলে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী মো হামিদুর রহমান (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলিয়া এলাকার আব্দুল মান্নাফের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় লিডা ফ্যাশন অ্যান্ড ডাইং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানা ভবনের ছয়তলার ছাদে রঙের কাজ চলছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভবনের ছাদে ওঠে প্রকৌশলী হামিদুর রহমান কাজ পরিদর্শন করেন। এ সময়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
গুরুতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানার সহকারী প্রকৌশলী কাজ তদারকি করার সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারা যান। এ নিয়ে তার স্বজনদের কোনো সন্দেহ নেই। তাই তাদের আবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১৪ মিনিট আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগে