Ajker Patrika

পদ্মা সেতু দেখতে জাজিরা প্রান্তে বাড়ছে দর্শনার্থীদের ভিড়

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ১৫: ৪০
পদ্মা সেতু দেখতে জাজিরা প্রান্তে বাড়ছে দর্শনার্থীদের ভিড়

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই জাজিরা প্রান্তে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেতুটি কাছ থেকে দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে এসে ভিড় করছে হাজারো মানুষ। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে শরীয়তপুরে রীতিমতো চলছে উৎসব। নিরাপত্তার কারণে টোল প্লাজায় যেতে না পারলেও সামনের সড়কে ভিড় করছে দর্শনার্থীরা। তাই সরকারি নিয়ম মেনে দর্শনার্থীদের চলাচল নিশ্চিত করতে কাজ করছেন নিরাপত্তাকর্মীরা।

জানা গেছে, বিকেলের দিকে ওই এলাকায় মানুষের ভিড় কয়েক গুণ বেড়ে যায়। সেখানে আসা দর্শনার্থীদের জন্য সংযোগ সড়কের পাশে খাদ্যপণ্য ও বিভিন্ন ধরনের খেলনাসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। একই সঙ্গে কিশোর ও তরুণ বয়সী ছেলেদের ওড়ানো ঘুড়ি বাড়তি আনন্দ দিচ্ছে ঘুরতে আসা মানুষদের। 

সরেজমিন আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় গিয়ে দেখা যায়, টোল প্লাজার কাউন্টারের সামনে টোল দিতে অপেক্ষা করছে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবাহী যানবাহন। টোল প্লাজার সামনের সড়কে মোটরসাইকেলের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ব্রিজ পার হতে না পারায় সামনের সড়কে পরিবার-পরিজন নিয়ে অপেক্ষা করছেন অনেকে। অনেকেই আবার টোলপ্লাজার কাছে গিয়ে সেলফি তুলছেন। 

মোটরসাইকেল নিয়ে বরিশালের গৌরনদী থেকে বন্ধুদের সঙ্গে পদ্মা সেতু দেখতে আসেন ইশতিয়াক আহমেদ। তিনি বন্ধুদের নিয়ে টোল প্লাজার সামনের খালি জায়গায় আড্ডা দিচ্ছেন এবং ঝালমুড়ি খাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আজ সকালে আমরা পদ্মা সেতু দেখতে এসেছি। মোটরসাইকেল সেতুতে উঠতে না দেওয়ায় আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। কিন্তু কিছুই তো করার নেই। এখন সবাই মিলে টোল প্লাজার সামনে মজা করছি, ছবি তুলছি আর দূর থেকে পদ্মা সেতু দেখছি।’ 

মাদারীপুর থেকে আসা নাসিমা আক্তার বলেন, দুই সন্তান, শ্বশুর ও শাশুড়িকে নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছি। সড়কগুলো এত উন্নত করে তৈরি করা হয়েছে যে দেখলে মনেই হয় না এটা বাংলাদেশ। নিরাপত্তার কারণে সেতুতে উঠতে না পারলেও আশপাশে থাকা টোলপ্লাজা, সার্ভিস এরিয়া, কনস্ট্রাকশন ইয়ার্ডসহ সব স্থাপনা দেখে খুবই ভালো লাগছে। 

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, সেতু উদ্বোধনের পর গত রোববার থেকে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সবাইকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। তবে অনেকে নিয়ম ভঙ্গ করে সেতুতে ছবি তোলার চেষ্টা করছে। 

ইউএনও আরও বলেন, সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত