হেনরীর ৪০০০কোটির সন্দেহজনক লেনদেন, দুদকের দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯: ০২
জান্নাত আরা হেনরী

স্কুলশিক্ষক থেকে সংসদ সদস্য হয়েছিলেন জান্নাত আরা হেনরী। সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক এই এমপি ও তাঁর স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। গতকাল সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলাগুলোর বিষয়ে গণমাধ্যমকে জানান।

হেনরীদের বিরুদ্ধে করা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জান্নাত আরা হেনরী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা।

দুদক জানায়, হেনরী অবৈধভাবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৫৭৭ টাকা এবং ১ হাজার ৫৫৩ কোটি ৬০ লাখ ৫ হাজার ৫২০ টাকা (১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলার) সন্দেহজনক লেনদেন করেছেন।

অন্য মামলার এজাহারে বলা হয়, শামীম তালুকদার (লাবু) তাঁর স্ত্রী হেনরীর অপরাধলব্ধ অর্থ দিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তাঁর ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

দুদক বলেছে, এই দম্পতির বিরুদ্ধে ৪৯টি ব্যাংক হিসাবে ৩ হাজার ৯৬২ কোটি ৯৪ লাখ ৪১ হাজার ৯৫৭ টাকার অবৈধ লেনদেন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর হেনরী, তাঁর স্বামী ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেপ্তার হন হেনরী।

কামরুলের বিরুদ্ধে মামলা: ঢাকা-২ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করা হয়। এ ছাড়া তাঁর স্ত্রী বেগম তায়েবা ইসলাম, ছেলে ডা. তানজীর ইসলাম ও মেয়ে সেগুপ্তা ইসলামের বিরুদ্ধে পৃথক তিনটি সম্পদ বিবরণী দাখিল করতে বলেছে দুদক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত