গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শনিবার সকালে তারা এই বিক্ষোভ করেন। এ সময় শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকার ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানাটি শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ (লে অফ ) ঘোষণা করে।
এ কারণে কারখানার শতাধিক শ্রমিক আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানার গেটের সামনে সমবেত হয়। তারা সেখানে কিছু সময় বিক্ষোভ করে। পরে শ্রমিকরা মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসার চেষ্টা করে।
এ সময় শিল্প পুলিশ ও মহানগর পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে তারা বন্ধ কারখানার সামনে অবস্থান নেয়।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এ কারখানার বিষয়টি পুরনো। শ্রমিকেরা মাঝে মাঝেই আন্দোলন করার চেষ্টা করে। শ্রমিকেরা সবাই আসে না। শনিবার সকালে একশর মতো শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ করে। পরে তারা কারখানার পাশেই মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা আজ শনিবার সকালে কারখানার সামনে সমবেত হয়। তারা বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানায়। পরে তারা মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।
শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার মালিক এম এন এইচ বুলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শনিবার সকালে তারা এই বিক্ষোভ করেন। এ সময় শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকার ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানাটি শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ (লে অফ ) ঘোষণা করে।
এ কারণে কারখানার শতাধিক শ্রমিক আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানার গেটের সামনে সমবেত হয়। তারা সেখানে কিছু সময় বিক্ষোভ করে। পরে শ্রমিকরা মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসার চেষ্টা করে।
এ সময় শিল্প পুলিশ ও মহানগর পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে তারা বন্ধ কারখানার সামনে অবস্থান নেয়।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এ কারখানার বিষয়টি পুরনো। শ্রমিকেরা মাঝে মাঝেই আন্দোলন করার চেষ্টা করে। শ্রমিকেরা সবাই আসে না। শনিবার সকালে একশর মতো শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ করে। পরে তারা কারখানার পাশেই মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা আজ শনিবার সকালে কারখানার সামনে সমবেত হয়। তারা বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানায়। পরে তারা মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।
শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার মালিক এম এন এইচ বুলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
৮ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
২০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
২৫ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামের এক মিশুকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর রাজানগর গ্রামের কাঁচা রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চান মাতবরের ছেলে।
৩৭ মিনিট আগে