Ajker Patrika

বালিয়াকান্দিতে ভ্যান-ট্রাক সংঘর্ষ, মেয়েসহ ভ্যানচালকের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বালিয়াকান্দিতে ভ্যান-ট্রাক সংঘর্ষ, মেয়েসহ ভ্যানচালকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত এক যাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা বাজার মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ভিটি গ্রামের ভ্যানচালক মো. হাসেম মণ্ডল (৫০) ও তাঁর মেয়ে হালিমা বেগম (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার পিকুল শেখের স্ত্রী বিউটি আক্তার (৩০)।

ঘিকমলা বাজারের মুদি ব্যবসায়ী মো. সাহিদুল ইসলাম বলেন, হাসেম মণ্ডল তাঁর মেয়ে ও ভাতিজা বউকে নিয়ে নিজে ভ্যান চালিয়ে নারুয়ার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে পাইপবাহী ট্রাকটি নারুয়ার দিক থেকে পাংশার দিকে যাচ্ছিল। ঘিকমলা বাজার মসজিদের সামনে গেলে ট্রাকটি ভ্যানকে চাপা দেয়। আমরা গিয়ে দেখি হালিমা মারা গেছেন। তাঁদের কাছে থাকা দুটি ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা ছিল। সেই টাকা পুলিশের কাছে আমরা দিয়ে দিই। শুনেছি, হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক হাসেম মণ্ডল মারা গেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, পাইপবাহী ট্রাকচাপায় ঘিকমলা বাজারে ভ্যানচালক ও তাঁর মেয়ে মারা গেছেন। আরেক যাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত