গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন কারকানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিকেরা দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় সকাল ৯টার দিকে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী লেনে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব প্রান্তে আজমেরী পরিবহনের যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ, বিজিবি, র্যাবের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা ১১টার দিকে যান চলাচল পুনরায় শুরু হয়। ঘটনার পর আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, ‘কোনাবাড়ীতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। শ্রমিকেরা যেন কোনো সহিংসতা না করে, সে জন্য সড়কে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য রয়েছেন। বেতনের বিষয়ে মজুরি বোর্ডের সিদ্ধান্ত হবে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন কারকানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ করেন। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিকেরা দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় সকাল ৯টার দিকে শ্রমিকদের বিক্ষোভ চলছিল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী লেনে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব প্রান্তে আজমেরী পরিবহনের যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ, বিজিবি, র্যাবের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা ১১টার দিকে যান চলাচল পুনরায় শুরু হয়। ঘটনার পর আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, ‘কোনাবাড়ীতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। শ্রমিকেরা যেন কোনো সহিংসতা না করে, সে জন্য সড়কে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য রয়েছেন। বেতনের বিষয়ে মজুরি বোর্ডের সিদ্ধান্ত হবে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
২৮ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
৪৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে