মুখ ধুতে গিয়ে বাবা দেখলেন ছেলে পুকুরের পানিতে ভাসছে

শরীয়তপুর প্রতিনিধি
Thumbnail image

মনির হোসেন চৌকিদার আজ রোববার সকালে ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করছিলেন। মুখ ধুতে তিনি বাড়ির পাশে পুকুর ঘাটে যান। এ সময় তিনি দেখতে পান তাঁর দুই বছরের ছেলেসন্তান পানিতে ভাসছে। এ সময় মনির ঝাঁপ দিয়ে উদ্ধারের আগেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। 

মনিরের বাড়ি শরীয়তপুর গোসাইরহাটে উপজেলার দাশের জঙ্গল গ্রামে। আজ সকালে ৮টার দিকে তাঁর ছেলে আরমান পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি ঘটেছে। 

পানিতে ডুবে আরমানের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার। 

ওসি আসলাম ও স্থানীয় লোকজন জানান, দাশের জঙ্গল গ্রামের মনির হোসেন ডিশের লাইনম্যানের কাজ করেন। তাঁর দুই বছরের ছেলে আরমান আজ সকালে ঘুম থেকে উঠে খেলা করছিল। এ সময় তার মা নিপা ইসলাম সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আরমান খেলার ছলে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি বাড়ির কেউ জানতে পারেননি। 

আজ সকাল ৮টার দিকে মনির ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করতে করতে পুকুর ঘাটে গিয়ে দেখেন আরমান পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি ও স্থানীয় লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত