অনলাইন ডেস্ক
সাময়িক বরখাস্ত হওয়া আলোচিত সমালোচিত সেই সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে মানহানির মামলায় আবারও জামিন দেওয়া হয়েছে। সকালে আইনজীবীর মাধ্যমে আবু সাঈদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে হাজির হন তিনি। একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ জামিন দেন।
মামলায় বিচারের জন্য কোনো আদালতে স্থানান্তরিত হলে পুনরায় জামিন নেওয়ার প্রয়োজন হয়। এর আগে গত বছর ২৮ নভেম্বর জামিন নেন ঊর্মি।
আজ অভিযোগ গঠন বিষয়েও শুনানির জন্য দিন ধার্য ছিল। ঊর্মির পক্ষে আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত সময় মঞ্জুর করেন এবং আগামী অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।
এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম।
এর আগে ৮ অক্টোবর ঢাকার আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ মামলা করেন। বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালত ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
গত বছর ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু নিহত আবু সাঈদ এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণ-আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে। আবু সাঈদের মৃত্যু নিয়ে মিথ্যাচার করা হয়েছে যা মানহানিকর। পাশাপাশি সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
এরপর গত বছর ৭ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে প্রথমে ওএসডি ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া আলোচিত সমালোচিত সেই সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে মানহানির মামলায় আবারও জামিন দেওয়া হয়েছে। সকালে আইনজীবীর মাধ্যমে আবু সাঈদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে হাজির হন তিনি। একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ জামিন দেন।
মামলায় বিচারের জন্য কোনো আদালতে স্থানান্তরিত হলে পুনরায় জামিন নেওয়ার প্রয়োজন হয়। এর আগে গত বছর ২৮ নভেম্বর জামিন নেন ঊর্মি।
আজ অভিযোগ গঠন বিষয়েও শুনানির জন্য দিন ধার্য ছিল। ঊর্মির পক্ষে আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত সময় মঞ্জুর করেন এবং আগামী অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।
এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম।
এর আগে ৮ অক্টোবর ঢাকার আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ মামলা করেন। বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালত ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
গত বছর ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু নিহত আবু সাঈদ এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণ-আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে। আবু সাঈদের মৃত্যু নিয়ে মিথ্যাচার করা হয়েছে যা মানহানিকর। পাশাপাশি সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
এরপর গত বছর ৭ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে প্রথমে ওএসডি ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।
বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার সিধইল সড়কে তিনি হামলার শিকার হন।
৭ মিনিট আগেনরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কাজল মিয়া (৫৭)। অভিযুক্ত ব্যক্তি হলেন বাদল মিয়া। তাঁরা একই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।
১২ মিনিট আগেআজ শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়াশ পিটে রাখা পুড়ে যাওয়া পাওয়ার কারটি পরিদর্শনে এসেছিলেন রেলওয়ে মহাপরিচালক। এ সময় তিনি এসব কথা বলেন।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তাসনীম ইসলাম প্রেমাও (১৮) পরিবারের সবার মতো না ফেরার দেশে চলে গেছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই কলেজছাত্রী মারা যান।
১ ঘণ্টা আগে