Ajker Patrika

ঢাকায় আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদত শাওনসহ আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সমিতির কার্যকরী কমিটির আরেক সদস্য শামসুজ্জামান দীপু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ রেজাউর রহমান, কাজী নজিবুল্লাহ হিরু ও মোখলেছুর রহমান বাদল, সাবেক মহানগর দায়রা জজ আদালতের পিপি মোহাম্মদ আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, মিজানুর রহমান মামুন, গাজী শাহ আলম, শেখ হেমায়েত হোসেন ও মো. মাহবুবুর রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া যুবায়ের ফিরোজুর রহমান মন্টু ও আসাদুজ্জামান খান রচি।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৪ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সামনে আওয়ামী আইনজীবী সদস্যরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বেআইনি সমাবেশ করে অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও বিস্ফোরক দ্রব্য নিয়ে আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাধারণ মানুষের ওপর হামলা করে ত্রাস সৃষ্টি করেন। ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে সমিতিতে ফেরার পথে তাঁর ওপর আওয়ামীপন্থী আইনজীবীরা হামলা করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বিএনপিপন্থী আইনজীবীদের চেম্বারে হামলা ও ভাঙচুর করেন। নথিপত্র নষ্ট ও লুট করেন। টাকা, ব্যাংকের চেক এবং গুরুত্বপূর্ণ আসবাবপত্র লুট করে নিয়ে যান। তারা এই মামলার সাক্ষী আইনজীবীদের ওপরও হামলা করেন এবং মারধর করে জখম করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত