Ajker Patrika

টঙ্গীতে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় হালিমা (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, টায়ার ও প্লাস্টিকের সড়ক বিভাজকে অগ্নিসংযোগ করেছে। 

হালিমা কুড়িগ্রামের নাগেশ্বর কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। হালিমা টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী মকবুল হোসেনের সঙ্গে বাস করতেন। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে গেছে। 

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সজল শেখ বলেন, হালিমা টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহগামী লেনের পাশ দিয়ে হাঁটছিলেন ওই নারী। এ সময় একটি বাস পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। 

টঙ্গীতে বাসচাপায় পথচারী নিহতের পর বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ছবি: আজকের পত্রিকা এ সময় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর, টায়ার ও প্লাস্টিকের সড়ক বিভাজকে আগুন দেয়। প্রায় দেড় ঘণ্টা যাবৎ যানচলাচল বন্ধ থাকায় মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, বিক্ষুব্ধরা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। সড়কের মাঝে থাকা প্লাস্টিকের বিভাজক ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। রাত ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত