নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর প্রতি ১২ হাজার নাগরিকের জন্য মাথাপিছু একজন দমকলকর্মী রয়েছেন। সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন ফায়ার ফাইটার রয়েছেন। তা ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অভিযানের জন্য নিজস্ব ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে।
সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নবগঠিত ‘ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের’ নেতৃবৃন্দের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, রাজধানীতে ১২ হাজারে একজন ফায়ার কর্মী। আর সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। আমেরিকায় ৯০০ জনে একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। তবে কত মানুষে কতজন ফায়ার ফাইটার থাকবেন সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো হিসাব নেই। আমরা তো ২০৪১ সালে উন্নত দেশে যেতে চাইছি। তাহলে তো ৯০০ জনে না হোক ১ হাজার জনে একজন লাগবে।
মাইন উদ্দিন বলেন, এই মুহূর্তে দেশব্যাপী ৪৯৫টি স্টেশন চালু রয়েছে। আর ৪৩টি চালুর অপেক্ষায় আছে, যা অক্টোবরের মধ্যে চালু হবে। আগামী দুই বছরে স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৭৩৫।
ডিজি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই; কিন্তু এটা আমাদের প্রয়োজন। ফায়ার সার্ভিস নীতিমালার মধ্যে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। বর্তমানে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
একই দিন ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
রাজউকের বরাত দিয়ে মাইন উদ্দিন বলেন, প্রতিবছর ৯০ হাজার ভবন নির্মাণ হচ্ছে। এর মধ্যে ১০ থেকে ১৪ হাজার ভবনের অনুমোদন দেন তারা। তাহলে বাকি ৭৫ হাজার কোথায়।
ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। কিন্তু থাকা প্রয়োজন। আমরা আমাদের নীতিমালার মধ্য থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ম্যাজিস্ট্রেট চেয়েছি। বর্তমানে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আছে। সচিব মহোদয়ের সভা শেষে উনি যদি সম্মতি দেন, তাহলে পেতে পারি। আমরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইছি না; তবে ম্যাজিস্ট্রেট থাকা প্রয়োজন।’
মাইন উদ্দিন বলেন, পুরান ঢাকার চুড়িহাট্টার কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কেউই নতুন করে লাইসেন্স বা নবায়ন করছে না। তাতে ব্যবসা বন্ধ হয়েছে বা কমেছে কি?
আমরা কিন্তু একটি ভবনের আগুনের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করি, স্ট্রাকচারালকে ঘোষণা করি না। যেমন—ভবনের একটি জায়গায় ফায়ার এক্সটিংগুইসার থাকার কথা, সেটা নেই। এটা কিন্তু আমরা দেখি। বাকিটা আমাদের দেখার দায়িত্ব নয়।
রাজধানীর প্রতি ১২ হাজার নাগরিকের জন্য মাথাপিছু একজন দমকলকর্মী রয়েছেন। সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন ফায়ার ফাইটার রয়েছেন। তা ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অভিযানের জন্য নিজস্ব ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে।
সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নবগঠিত ‘ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের’ নেতৃবৃন্দের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, রাজধানীতে ১২ হাজারে একজন ফায়ার কর্মী। আর সারা দেশে ১১ হাজার ৭০০ জনে একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। আমেরিকায় ৯০০ জনে একজন করে ফায়ার ফাইটার রয়েছেন। তবে কত মানুষে কতজন ফায়ার ফাইটার থাকবেন সেটা নিয়ে আন্তর্জাতিক কোনো হিসাব নেই। আমরা তো ২০৪১ সালে উন্নত দেশে যেতে চাইছি। তাহলে তো ৯০০ জনে না হোক ১ হাজার জনে একজন লাগবে।
মাইন উদ্দিন বলেন, এই মুহূর্তে দেশব্যাপী ৪৯৫টি স্টেশন চালু রয়েছে। আর ৪৩টি চালুর অপেক্ষায় আছে, যা অক্টোবরের মধ্যে চালু হবে। আগামী দুই বছরে স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৭৩৫।
ডিজি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই; কিন্তু এটা আমাদের প্রয়োজন। ফায়ার সার্ভিস নীতিমালার মধ্যে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। বর্তমানে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
একই দিন ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কমিটির কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
রাজউকের বরাত দিয়ে মাইন উদ্দিন বলেন, প্রতিবছর ৯০ হাজার ভবন নির্মাণ হচ্ছে। এর মধ্যে ১০ থেকে ১৪ হাজার ভবনের অনুমোদন দেন তারা। তাহলে বাকি ৭৫ হাজার কোথায়।
ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই। কিন্তু থাকা প্রয়োজন। আমরা আমাদের নীতিমালার মধ্য থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ম্যাজিস্ট্রেট চেয়েছি। বর্তমানে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আছে। সচিব মহোদয়ের সভা শেষে উনি যদি সম্মতি দেন, তাহলে পেতে পারি। আমরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইছি না; তবে ম্যাজিস্ট্রেট থাকা প্রয়োজন।’
মাইন উদ্দিন বলেন, পুরান ঢাকার চুড়িহাট্টার কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কেউই নতুন করে লাইসেন্স বা নবায়ন করছে না। তাতে ব্যবসা বন্ধ হয়েছে বা কমেছে কি?
আমরা কিন্তু একটি ভবনের আগুনের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করি, স্ট্রাকচারালকে ঘোষণা করি না। যেমন—ভবনের একটি জায়গায় ফায়ার এক্সটিংগুইসার থাকার কথা, সেটা নেই। এটা কিন্তু আমরা দেখি। বাকিটা আমাদের দেখার দায়িত্ব নয়।
একসময় রাজশাহী নগরে পানি সরবরাহের জন্য প্রতিটি পাম্পে একাধিক অপারেটর থাকতে হতো। প্রযুক্তির কল্যাণে এখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কেন্দ্রীয় কার্যালয় থেকেই এই পাম্প নিয়ন্ত্রণ করা হয়। তারপরও পাম্পগুলোয় দুই থেকে তিনজন করে পাম্প অপারেটর রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগেসিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।
৬ ঘণ্টা আগেচট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নারীদের স্বাভাবিক সন্তান প্রসবের প্রবণতা বেড়েছে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিজারিয়ান সেকশন (‘সিজার’ বলে পরিচিত) অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব ১ হাজার ৫৫২টি বেশি হয়েছে।
৬ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের শুরু থেকে দেশের বৃহত্তম ইফতার মাহফিল চলছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশনে। প্রায় ৮ হাজার মানুষের ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
৬ ঘণ্টা আগে