Ajker Patrika

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৫৬ হাজার টাকা ছিনতাই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৮: ১১
পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৫৬ হাজার টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে গোপাল রাজবংশী নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া গ্রামের নারায়ন চন্দ্র রাজবংশীর ছেলে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ উপজেলায় ২৬ কিলোমিটার মহাসড়ক। পুলিশ নিয়মিত টহলে থাকেন। তারপরও ফাঁক পেয়ে দুষ্কৃতকারীরা অপরাধ ঘটিয়ে থাকে।’ দুষ্কৃতকারীদের চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানান। 

জানা গেছে, ব্যবসায়ী গোপাল রাজবংশী প্রতিদিনের মতো সোমবার ভোরে অটোরিকশাযোগে উপজেলার পাকুল্যা বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। পথে মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়ায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে তিনজন তার অটো রিকশার গতিরোধ করে। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক এবং অপরজন কালো শার্ট ও হেলমেট পরিহিত ছিল। 

তারা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী গোপাল ও অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করে। এর ফাঁকে গোপাল তার পকেটে থাকা ৫৬ হাজার ২৫ টাকা নিজের বস্তার ভেতর রাখেন। পুলিশ সদস্য পরিচয় দেওয়া ছিনতাইকারীরা ব্যবসায়ী গোপালের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে বস্তায় তল্লাশি চালিয়ে ৫৬ হাজার ২৫ টাকা পেয়ে নিয়ে যায়। 

ভুক্তভোগী গোপাল রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয় দেওয়ার পর সাহস পেয়েছিলাম। পরে তারা তল্লাশি চালালে ভয় লাগে। ভয়ে এক ফাঁকে পকেটের টাকা বস্তার ভেতরে রাখি। তাতেও টাকা রক্ষা করতে পারিনি। আমি গরিব মানুষ। ধার-দেনা করে টাকার ব্যবস্থা করে পাকুল্যা বাজার থেকে মাছ কিনে দেওয়াটা বাজারে বিক্রি করি। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছি।’ আজ (মঙ্গলবার) লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত