রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. মফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ছয়জন। আজ বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল খালেক হাজি ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান।
মফিজ উদ্দিন ওই এলাকার হানিফ মিয়ার ছেলে এবং সাবেক মেম্বার শাহ আলমের সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য হাজি আবদুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকাল আনুমানিক ১০টায় স্থানীয় চায়ের দোকানে শিশুদের খেলাকে কেন্দ্র করে কুন্দোইল্লার বাড়ির মফিজ ও হাছোইন্নার বাড়ির খালেক হাজির সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ টেঁটাযুদ্ধে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে মফিজ উদ্দিন গুরুতর আহত হন। আহতাবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ছয়জন। তাঁরা হলেন আছমা বেগম (৩৫), জয়নাল আবেদীন (৭০), খলিলুর রহমান (৬০), মঈনুদ্দিন (৫৫), জোনায়েদ (১৮), সুমন (৩২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরানা জেবিন আজকের পত্রিকাকে জানান, বুধবার বেলা আনুমানিক দেড়টার সময় টেঁটাবিদ্ধ অবস্থায় মৃত একজনকে আনা হয়। তাঁর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া আরও ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে তিনজনকে নরসিংদী সদরে প্রেরণ করা হয়েছে। আর বাকি তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত খলিলুর রহমান বলেন, মূলত নির্বাচনী সহিংসতার জেরে এই ঘটনা ঘটেছে। আজকের এই ঘটনা একটা অছিলা মাত্র। বর্তমান মেম্বার হাজি খালেক ও সাবেক মেম্বার শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত মফিজ মিয়া দলীয়ভাবে সাবেক মেম্বার শাহ আলমের গ্রুপের লোক ছিলেন।
রায়পুরা থানার পরিদর্শক আতাউর রহমান বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতসহ উভয় পক্ষের আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. মফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ছয়জন। আজ বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল খালেক হাজি ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান।
মফিজ উদ্দিন ওই এলাকার হানিফ মিয়ার ছেলে এবং সাবেক মেম্বার শাহ আলমের সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য হাজি আবদুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকাল আনুমানিক ১০টায় স্থানীয় চায়ের দোকানে শিশুদের খেলাকে কেন্দ্র করে কুন্দোইল্লার বাড়ির মফিজ ও হাছোইন্নার বাড়ির খালেক হাজির সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ টেঁটাযুদ্ধে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে মফিজ উদ্দিন গুরুতর আহত হন। আহতাবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ছয়জন। তাঁরা হলেন আছমা বেগম (৩৫), জয়নাল আবেদীন (৭০), খলিলুর রহমান (৬০), মঈনুদ্দিন (৫৫), জোনায়েদ (১৮), সুমন (৩২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরানা জেবিন আজকের পত্রিকাকে জানান, বুধবার বেলা আনুমানিক দেড়টার সময় টেঁটাবিদ্ধ অবস্থায় মৃত একজনকে আনা হয়। তাঁর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া আরও ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে তিনজনকে নরসিংদী সদরে প্রেরণ করা হয়েছে। আর বাকি তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত খলিলুর রহমান বলেন, মূলত নির্বাচনী সহিংসতার জেরে এই ঘটনা ঘটেছে। আজকের এই ঘটনা একটা অছিলা মাত্র। বর্তমান মেম্বার হাজি খালেক ও সাবেক মেম্বার শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত মফিজ মিয়া দলীয়ভাবে সাবেক মেম্বার শাহ আলমের গ্রুপের লোক ছিলেন।
রায়পুরা থানার পরিদর্শক আতাউর রহমান বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতসহ উভয় পক্ষের আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চট্টগ্রাম নগরীর মেথরপট্টি গলির নিলয় স্বজন ভবনের সামনে এখনো ছোপ ছোপ রক্ত। ইসকন সমর্থকদের হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের রক্ত। এ ভবনের সামনেই তাকে উপর্যুপরি কুপিয়ে ও ইটে থেঁতলে হত্যা করা হয়। ইসকন সমর্থকেরা আলিফকে যখন মেথরপট্টি গলির পূর্বদিক থেকে ধাওয়া দেয় তখন তিনি পা পিছলে পড়
৭ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের তিনদিন পর সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) নামে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকার ষোলঘর খাল থেকে লাশটি উদ্ধার হয়।
৮ মিনিট আগেঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
১১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৭ জন শিক্ষক ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২৩ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
১৬ মিনিট আগে