Ajker Patrika

হাওরে মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিখোঁজ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ২১: ০৪
হাওরে মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিখোঁজ

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোহাম্মদ হোসেন নিখোঁজ হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় ডুবরীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

আজ সোমবার বিকেল ৬টায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। মোহাম্মদ হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের নুর মোহাম্মদ ও বিবি আয়েশা দম্পতির ছেলে। 

পল্লীবিদ্যুৎ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মিঠামইন জোনাল অফিসে কর্মরত সহকারী এনর্ফোসমেন্ট কোঅর্ডিনেটর (এইসি) মোহাম্মদ হোসেন। বিকেলে ঝাঁপি জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় হাতের কব্জিতে বাঁধা জাল পানিতে ফেললে স্রোতের টানে জালসহ হাওরের পানিতে তলিয়ে যান তিনি।

খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ, ফয়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিস ডুবরিদল ঘটনাস্থলে পৌঁছেনি।

গত ১৩ জুলাই মোহাম্মদ হোসেন বিয়ে করেন। ঈদ বিয়ের ছুটি শেষে গত রোববার মিঠামইন কর্মস্থলে যোগ দেন তিনি।

মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিদের মাধ্যমে উদ্ধার কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত