নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বারবার চিত্রনায়িকা পরীমণিকে রিমান্ডে নিয়ে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর পরীমণির রিমান্ডের বিষয়ে যে আদেশ দিয়েছিলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ, সেই আদেশে এমন মন্তব্য করা হয়েছে। পাঁচ পৃষ্ঠার এই আদেশ আজ বুধবার প্রকাশ করা হয়।
আদেশে আরও বলা হয়েছে, পরীমণিকে তিন দফা রিমান্ডে নেওয়া হয়েছে। প্রথম দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যথেষ্ট সময় পাওয়া গেছে। এ সত্ত্বেও আইনগত ভিত্তি ছাড়াই আরও দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, পুলিশ বিভাগকে অবশ্যই বিশ্বাস করতে হবে, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। একজন আসামিকে রিমান্ডে নেওয়ার আগে তাই পুলিশকে আইনি দিকটা বিবেচনায় নিতে হবে। আদালত আদেশে বলেছেন, হাইকোর্টের আদেশ ভঙ্গ করেই পরীমণিকে রিমান্ডে নেওয়া হয়েছে। অপরাধ শুধু পুলিশের সমস্যা নয়, এটা একটা সামাজিক সমস্যাও।
আদালত আদেশে বলেছেন, পুলিশ বিভাগের ওপর মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। কিন্তু দেখা গেছে, আইন না মেনেই তারা রিমান্ডে নিচ্ছে।
এমন সব মন্তব্য করার পর আদালত দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের বিষয়ে রিমান্ড প্রদানকারী দুই ম্যাজিস্ট্রেটকে ১৩ সেপ্টেম্বর লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন। অন্যদিকে তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফাকে ১৫ সেপ্টেম্বর মামলাসংক্রান্ত সব নথিপত্র (কেস ডকেট) নিয়ে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
গত ২৯ আগস্ট উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির বারবার রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে পরীমণিকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় না মানার অভিযোগ আনা হয়েছে। আইন ও সালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ আবেদন করেন।
গত ১৯ আগস্ট রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণির তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পরীমণিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
গত ৪ আগস্ট পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
বারবার চিত্রনায়িকা পরীমণিকে রিমান্ডে নিয়ে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর পরীমণির রিমান্ডের বিষয়ে যে আদেশ দিয়েছিলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ, সেই আদেশে এমন মন্তব্য করা হয়েছে। পাঁচ পৃষ্ঠার এই আদেশ আজ বুধবার প্রকাশ করা হয়।
আদেশে আরও বলা হয়েছে, পরীমণিকে তিন দফা রিমান্ডে নেওয়া হয়েছে। প্রথম দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যথেষ্ট সময় পাওয়া গেছে। এ সত্ত্বেও আইনগত ভিত্তি ছাড়াই আরও দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, পুলিশ বিভাগকে অবশ্যই বিশ্বাস করতে হবে, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। একজন আসামিকে রিমান্ডে নেওয়ার আগে তাই পুলিশকে আইনি দিকটা বিবেচনায় নিতে হবে। আদালত আদেশে বলেছেন, হাইকোর্টের আদেশ ভঙ্গ করেই পরীমণিকে রিমান্ডে নেওয়া হয়েছে। অপরাধ শুধু পুলিশের সমস্যা নয়, এটা একটা সামাজিক সমস্যাও।
আদালত আদেশে বলেছেন, পুলিশ বিভাগের ওপর মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। কিন্তু দেখা গেছে, আইন না মেনেই তারা রিমান্ডে নিচ্ছে।
এমন সব মন্তব্য করার পর আদালত দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের বিষয়ে রিমান্ড প্রদানকারী দুই ম্যাজিস্ট্রেটকে ১৩ সেপ্টেম্বর লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন। অন্যদিকে তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফাকে ১৫ সেপ্টেম্বর মামলাসংক্রান্ত সব নথিপত্র (কেস ডকেট) নিয়ে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
গত ২৯ আগস্ট উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির বারবার রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে পরীমণিকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় না মানার অভিযোগ আনা হয়েছে। আইন ও সালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ আবেদন করেন।
গত ১৯ আগস্ট রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণির তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পরীমণিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
গত ৪ আগস্ট পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
৮৮২ কোটি টাকা ব্যয়ে ১০৬ কিলোমিটার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ (সওজ)। চার বছর যেতে না যেতেই সড়কটির বিভিন্ন স্থান দেবে গিয়ে সৃষ্টি হয়েছে উঁচু-নিচু ঢেউ। যেন রীতিমতো জমির আলপথের মতো অবস্থা। এতে সড়কটি দিয়ে যাহনবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
১ ঘণ্টা আগেঅনিয়ম যেন পিছু ছাড়ছে না ঢাকা ওয়াসার গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পে। কমবেশি ৩ হাজার ৯৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ এখনো চলমান। মূল প্রকল্পের আওতায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার পানি সরবরাহের পাইপ কিনে বসানো হয়েছিল আগেই। এ পাইপ কেনাকাটায় উঠেছে অনিয়মের অভিযোগ। চীনের একটি আদালতে সংশ্লিষ্টদের ম
২ ঘণ্টা আগেখুলনা জেলায় তিন ফসলি উর্বর জমির প্রায় ৫১০ হেক্টরে চাষাবাদ হয় নানা জাতের শস্য। এসবের মধ্যে ধান, গম, আখ, সরিষা, তিল, ভুট্টা, তরমুজ, বাঙ্গি, ঢেঁড়স এবং বিভিন্ন সবজি অন্যতম। তবে চাষিদের বড় দুঃখের কারণ আঠারোবাঁকি নদী। অবৈধ ইটভাটার দাপটে এই নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তার প্রভাব পড়ছে শ্রীরামপুর
৩ ঘণ্টা আগেসিলেটে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) মো. জাহাঙ্গীর আলমের দাপটে তাঁর স্ত্রী ফেঞ্চুগঞ্জ সদর ক্লিনিকের পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) জোহরা বেগমও বেপরোয়া। সব অনিয়মই তাঁর কাছে নিয়ম। এ রকম আরও অভিযোগ পাওয়া গেছে তাঁর সহকর্মী ও এলাকাবাসীর কাছ থেকে।
৩ ঘণ্টা আগে