নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
রাজধানীর তুরাগে বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত ১০ দিনে ২০ জনেরও বেশি শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি বানরের আক্রমণে আহত হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫২ নং ওয়ার্ডের বাউনিয়া, কালিবাড়ি ও আদর্শ পাড়া এবং তুরাগের শেষ প্রান্ত ক্যান্টনমেন্টের গোয়ালটেক এলাকায় বৃহস্পতিবার (১২ আগস্ট) খোঁজখবর নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তুরাগ এলাকার বাসিন্দারা আজকের পত্রিকাকে জানান, বানরের আক্রমণ থেকে শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ যাচ্ছে না। প্রতিদিনই বানরের আক্রমণে আহত হচ্ছেন কেউ না কেউ। শুধু মানুষকে আহত করেই সীমাবদ্ধ নয় এসব বানর। বানরগুলো গাছের ফলমূলও নষ্ট করছে।
বাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার নিয়ে কেউ বাসার ছাদেও যেতে পারে না বানরের অত্যাচারে। খাবার দেখলেই ক্ষুধার্ত বানরগুলো শিশু থেকে বয়স্ক সকলের ওপর ঝাঁপিয়ে পড়ে। খাবার কেড়ে নেয়।’ তিনি আরও বলেন, ‘গাছের কাঁঠাল, পেঁপেসহ বিভিন্ন ফলমূলও নষ্ট করছে বানরেরা।’
বাউনিয়া এলাকার বাসিন্দা আফজাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু বাচ্চারা হাতে কোন খাবার নিয়ে বের হলেই হুট করেই আক্রমণ চালাচ্ছে বানানগুলো। কামড়ে দিচ্ছে হাত ও পায়ের বিভিন্ন জায়গায়। আজ (বৃহস্পতিবার) আমার সাত বছর বয়সী ছেলে সন্তানকে হাতে ও পায়ে কামড়ে খাবার কেড়ে নিয়েছে।’
একই এলাকার বাসিন্দা হাবুল বলেন, ‘হঠাৎ করে ঘরে ঢুকেই আমার শিশু সন্তানকে কামড় দিয়েছে বানর। ঠিকমতো ঘরের বাইরে কাপড়ও শুকানো যায় না বানরের অত্যাচারে।’
তুরাগের কালিবাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘গ্রামের পাশের বন থেকে হঠাৎ করে বের হয়েই তাণ্ডব চালায় বানরের দল। যার ফলে শিশু ও বৃদ্ধারা এক রকম গৃহবন্দী অবস্থায় রয়েছে।’
ডিএনসিসি'র ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বানরের আক্রমণে এ পর্যন্ত ২০ জনেরও বেশি শিশু ও বয়স্ক লোক আহত হয়েছেন। তাঁদের সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। বানরের অত্যাচার রোধে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর তুরাগে বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত ১০ দিনে ২০ জনেরও বেশি শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি বানরের আক্রমণে আহত হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫২ নং ওয়ার্ডের বাউনিয়া, কালিবাড়ি ও আদর্শ পাড়া এবং তুরাগের শেষ প্রান্ত ক্যান্টনমেন্টের গোয়ালটেক এলাকায় বৃহস্পতিবার (১২ আগস্ট) খোঁজখবর নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তুরাগ এলাকার বাসিন্দারা আজকের পত্রিকাকে জানান, বানরের আক্রমণ থেকে শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ যাচ্ছে না। প্রতিদিনই বানরের আক্রমণে আহত হচ্ছেন কেউ না কেউ। শুধু মানুষকে আহত করেই সীমাবদ্ধ নয় এসব বানর। বানরগুলো গাছের ফলমূলও নষ্ট করছে।
বাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার নিয়ে কেউ বাসার ছাদেও যেতে পারে না বানরের অত্যাচারে। খাবার দেখলেই ক্ষুধার্ত বানরগুলো শিশু থেকে বয়স্ক সকলের ওপর ঝাঁপিয়ে পড়ে। খাবার কেড়ে নেয়।’ তিনি আরও বলেন, ‘গাছের কাঁঠাল, পেঁপেসহ বিভিন্ন ফলমূলও নষ্ট করছে বানরেরা।’
বাউনিয়া এলাকার বাসিন্দা আফজাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু বাচ্চারা হাতে কোন খাবার নিয়ে বের হলেই হুট করেই আক্রমণ চালাচ্ছে বানানগুলো। কামড়ে দিচ্ছে হাত ও পায়ের বিভিন্ন জায়গায়। আজ (বৃহস্পতিবার) আমার সাত বছর বয়সী ছেলে সন্তানকে হাতে ও পায়ে কামড়ে খাবার কেড়ে নিয়েছে।’
একই এলাকার বাসিন্দা হাবুল বলেন, ‘হঠাৎ করে ঘরে ঢুকেই আমার শিশু সন্তানকে কামড় দিয়েছে বানর। ঠিকমতো ঘরের বাইরে কাপড়ও শুকানো যায় না বানরের অত্যাচারে।’
তুরাগের কালিবাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘গ্রামের পাশের বন থেকে হঠাৎ করে বের হয়েই তাণ্ডব চালায় বানরের দল। যার ফলে শিশু ও বৃদ্ধারা এক রকম গৃহবন্দী অবস্থায় রয়েছে।’
ডিএনসিসি'র ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বানরের আক্রমণে এ পর্যন্ত ২০ জনেরও বেশি শিশু ও বয়স্ক লোক আহত হয়েছেন। তাঁদের সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। বানরের অত্যাচার রোধে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে