Ajker Patrika

হত্যা মামলায় রাজবাড়ীতে ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
হত্যা মামলায় রাজবাড়ীতে ২ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা জাকিয়া পারভীন এ আদেশ দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো–জেলার বালিয়াকান্দি উপজেলার অভয়নগর গ্রামের আক্কাস শেখের ছেলে শিপন শেখ (২৫) ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সতৈর গ্রামের মৃত আকমল শেখের ছেলে বক্কর শেখ (২৮)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি রাজবাড়ী মর্গে পাঠায়। পুলিশ তদন্ত করে জানতে পারে লাশটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আফজাল মৃধার ছেলে শাকিল মৃধার।

এ ঘটনার পুলিশ সন্দেহভাজন শিপন ও বক্করকে আটক করে। পরে তারা ১৬৪ ধারা জবানবন্দিতে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন। আরেকটি ধারায় তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উজীর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার ১ নম্বর আসামি শিপনের ধারণা ছিল শাকিল তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ কারণে শাকিলকে দিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করিয়ে তারা জঙ্গল বেড়াতে আসে। সেখানে রাতের বেলায় শাকিলকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ কারণে পৃথক দুটি ধারায় আদালত তাদের দণ্ড দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত