সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেই মোতায়েন করা হয়েছে পুলিশ-র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পয়েন্টে পয়েন্টে চলছে তল্লাশি কার্যক্রম।
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর পয়েন্টে ১০০ জন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ৮০ জন, সাইনবোর্ডে ১২০ জন পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া প্রতিটি পয়েন্টে র্যাবের শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। র্যাব-পুলিশ ছাড়াও নারায়ণগঞ্জ ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, ঢাকায় দুই দলের সমাবেশ ঘিরে কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ পুরো জেলায় সাড়ে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
র্যাব-১১-এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়াসহ আরও গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। যাঁদেরই সন্দেহ হচ্ছে, তাঁদের তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পুরো জেলায় দুই শতাধিক র্যাব সদস্য মোতায়েন রয়েছে।’
ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেই মোতায়েন করা হয়েছে পুলিশ-র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পয়েন্টে পয়েন্টে চলছে তল্লাশি কার্যক্রম।
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর পয়েন্টে ১০০ জন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ৮০ জন, সাইনবোর্ডে ১২০ জন পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া প্রতিটি পয়েন্টে র্যাবের শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। র্যাব-পুলিশ ছাড়াও নারায়ণগঞ্জ ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, ঢাকায় দুই দলের সমাবেশ ঘিরে কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ পুরো জেলায় সাড়ে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
র্যাব-১১-এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়াসহ আরও গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। যাঁদেরই সন্দেহ হচ্ছে, তাঁদের তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পুরো জেলায় দুই শতাধিক র্যাব সদস্য মোতায়েন রয়েছে।’
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১৯ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
২৭ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
২৯ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১ ঘণ্টা আগে