Ajker Patrika

অসুস্থ হয়ে হাজতি মোর্শেদের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৫: ২৭
অসুস্থ হয়ে হাজতি মোর্শেদের মৃত্যু 

রাজধানীর আদাবরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলার আসামি নিয়াজ মোর্শেদ (৩২) মারা গেছেন। রাজধানীর মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ছিলেন তিনি। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাঁকে ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত নিয়াজ মোর্শেদের হাজতি নম্বর ৪০৬৫৭ / ২১। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন নিয়াজ মোর্শেদ। তবে তিনি প্যারালাইসিস এর রোগী ছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৯ নভেম্বর বেলা ১১টার দিকে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের নির্যাতনে নিহত হন আনিসুল করিম শিপন। তিনি ৩১ তম বিসিএস পুলিশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত