নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবু জাফর চৌধুরী বিরুর বংশ সোনারগাঁ থেকে উচ্ছেদের হুমকি দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর। ভোটে বিজয়ী হলে দুই মাসের মধ্যে তাঁর বংশ উচ্ছেদ করতে না পারলে চেয়ারম্যান পদ ছেড়ে দেবেন বলেও উল্লেখ করেন তিনি।
উপজেলার জামপুর ইউনিয়নে গত মঙ্গলবার রাতে একটি নির্বাচনী উঠান বৈঠকে এই বক্তব্য দেন বাবুল ওমর। নির্বাচনে বাবুল ওমরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দেওয়ায় আবু জাফর চৌধুরী বিরুর ওপর ক্ষুব্ধ হন তিনি। বাবুল ওমরের বক্তব্যের একটি ভিডিও গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বাবুল ওমর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান।
ভিডিও বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমরকে বলতে শোনা যায়, ‘খেলা হবে বিরুর সঙ্গে আমার। খেলা হবে সন্ত্রাস-চাঁদাবাজ বাহিনীর সঙ্গে আমার। আমি খেলব একা, আমার নাম বাবু। নারায়ণগঞ্জের সিপ্রোসিন ট্যাবলেট আমি। ২১ তারিখ খেলা হবে তার সাথে। সারা সোনারগাঁয়ে কী হবে জানি না। আমার পাঁচ বছর লাগব না, আমি হেরে ঠিক কইরা ফেলমু এক মাসে। এমনিতেই তো ঠিক কইরা ফেলসিলাম। আল্লাহ জানে বাঁচাইসে। লুঙ্গি রাইখা দিসিলাম।’
উঠান বৈঠকে ওমর বাবু বলেন, ‘আমি তো তার বাড়ির সামনেই বললাম। তার যদি বুকের পাটা থাকে, আমার বাড়ির সামনে মিছিল করতে বইলেন। আমি তো তোমার বাড়ির সামনেই উল্টাপাল্টা কথা বলছি। তুমি যদি তোমার মায়ের দুধ পান করে থাকো, তাইলে আমার বাড়ির সামনে মিটিং করে দেখাও, চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমি আবদুল্লাহ আল কায়সারের (সংসদ সদস্য) সঙ্গে কাজ করার সুযোগ পাই। তাইলে দুই মাসের মধ্যে চৌধুরী বংশ উচ্ছেদ না করি, আমি রিজাইন দেব ক্ষমতা থেকে।’
এদিকে উপজেলার শম্ভুপুরায় বাবুল ওমর বাবুর উপস্থিতিতে সাবেক মেম্বারের ছেলে রাসেলের বক্তব্য নিয়ে এলাকায় তোলপাড় চলছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘এই এলাকায় আওয়ামী লীগের তরফ থেকে একজনই। সেটা হচ্ছে বাবুল ওমর, আনারস। আনারসের বাইরে যত মার্কা দেখেন, এগুলো নৌকারে ডুবাইতে আইছে। এ ছাড়া কোনো মার্কা নাই। দ্বিতীয় কোনো কথা চলব না। চর কিশোরগঞ্জে সম্পূর্ণ ভোট আনারস। তবে দুই-একটা আছে। ১০ জনের মধ্যে দুই-একটা দুষ্ট গরু থাকে। তাদের উদ্দেশে বইলা দেই, ঘরেই থাকেন। তারা যদি আনারসে ভোট দিতে চান, তাইলে কেন্দ্রে আইসেন। না দিতে চাইলে ঘরে থাইকেন। আপনাদের ভোটের দরকার নাই।’
এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম। ওমর বাবু বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এবং এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। তাঁকে সমর্থন দিয়েছেন সোনারগাঁর সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার এবং একই আসনের সাবেক সংসদ সদস্য (জাতীয় পার্টি) লিয়াকত হোসেন খোকা।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক) বলেন, ‘আমি আজ দেখেছি আমার নির্বাচনে সমর্থন দিয়ে কাজ করা বিরু ভাইকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। একই সঙ্গে আনারস ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট না দিতে ভোটারদের যেই হুমকি-ধমকি দিয়েছে, এ বিষয়ে শুক্র-শনিবার নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করব।’
তবে এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বক্তব্য চেয়ে এসএমএস পাঠানো হলেও তাঁর জবাব পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘এমন কোনো অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবু জাফর চৌধুরী বিরুর বংশ সোনারগাঁ থেকে উচ্ছেদের হুমকি দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর। ভোটে বিজয়ী হলে দুই মাসের মধ্যে তাঁর বংশ উচ্ছেদ করতে না পারলে চেয়ারম্যান পদ ছেড়ে দেবেন বলেও উল্লেখ করেন তিনি।
উপজেলার জামপুর ইউনিয়নে গত মঙ্গলবার রাতে একটি নির্বাচনী উঠান বৈঠকে এই বক্তব্য দেন বাবুল ওমর। নির্বাচনে বাবুল ওমরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দেওয়ায় আবু জাফর চৌধুরী বিরুর ওপর ক্ষুব্ধ হন তিনি। বাবুল ওমরের বক্তব্যের একটি ভিডিও গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বাবুল ওমর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান।
ভিডিও বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমরকে বলতে শোনা যায়, ‘খেলা হবে বিরুর সঙ্গে আমার। খেলা হবে সন্ত্রাস-চাঁদাবাজ বাহিনীর সঙ্গে আমার। আমি খেলব একা, আমার নাম বাবু। নারায়ণগঞ্জের সিপ্রোসিন ট্যাবলেট আমি। ২১ তারিখ খেলা হবে তার সাথে। সারা সোনারগাঁয়ে কী হবে জানি না। আমার পাঁচ বছর লাগব না, আমি হেরে ঠিক কইরা ফেলমু এক মাসে। এমনিতেই তো ঠিক কইরা ফেলসিলাম। আল্লাহ জানে বাঁচাইসে। লুঙ্গি রাইখা দিসিলাম।’
উঠান বৈঠকে ওমর বাবু বলেন, ‘আমি তো তার বাড়ির সামনেই বললাম। তার যদি বুকের পাটা থাকে, আমার বাড়ির সামনে মিছিল করতে বইলেন। আমি তো তোমার বাড়ির সামনেই উল্টাপাল্টা কথা বলছি। তুমি যদি তোমার মায়ের দুধ পান করে থাকো, তাইলে আমার বাড়ির সামনে মিটিং করে দেখাও, চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমি আবদুল্লাহ আল কায়সারের (সংসদ সদস্য) সঙ্গে কাজ করার সুযোগ পাই। তাইলে দুই মাসের মধ্যে চৌধুরী বংশ উচ্ছেদ না করি, আমি রিজাইন দেব ক্ষমতা থেকে।’
এদিকে উপজেলার শম্ভুপুরায় বাবুল ওমর বাবুর উপস্থিতিতে সাবেক মেম্বারের ছেলে রাসেলের বক্তব্য নিয়ে এলাকায় তোলপাড় চলছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘এই এলাকায় আওয়ামী লীগের তরফ থেকে একজনই। সেটা হচ্ছে বাবুল ওমর, আনারস। আনারসের বাইরে যত মার্কা দেখেন, এগুলো নৌকারে ডুবাইতে আইছে। এ ছাড়া কোনো মার্কা নাই। দ্বিতীয় কোনো কথা চলব না। চর কিশোরগঞ্জে সম্পূর্ণ ভোট আনারস। তবে দুই-একটা আছে। ১০ জনের মধ্যে দুই-একটা দুষ্ট গরু থাকে। তাদের উদ্দেশে বইলা দেই, ঘরেই থাকেন। তারা যদি আনারসে ভোট দিতে চান, তাইলে কেন্দ্রে আইসেন। না দিতে চাইলে ঘরে থাইকেন। আপনাদের ভোটের দরকার নাই।’
এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম। ওমর বাবু বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এবং এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। তাঁকে সমর্থন দিয়েছেন সোনারগাঁর সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার এবং একই আসনের সাবেক সংসদ সদস্য (জাতীয় পার্টি) লিয়াকত হোসেন খোকা।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক) বলেন, ‘আমি আজ দেখেছি আমার নির্বাচনে সমর্থন দিয়ে কাজ করা বিরু ভাইকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। একই সঙ্গে আনারস ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট না দিতে ভোটারদের যেই হুমকি-ধমকি দিয়েছে, এ বিষয়ে শুক্র-শনিবার নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করব।’
তবে এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বক্তব্য চেয়ে এসএমএস পাঠানো হলেও তাঁর জবাব পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘এমন কোনো অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে