‘মদপান করায় মারধর’ সইতে না পেরে ছেলের গলায় ব্লেড চালালেন বাবা

কিশোরগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

কিশোরগঞ্জে এক যুবককে ব্লেড দিয়ে গলা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাছ বাজার আজরাদি গ্রামে এ ঘটনাটি ঘটে। 

আহত যুবকের নাম মো. রাব্বি (২১)। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। রাব্বি সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাছ বাজার আজরাদি গ্রামের জনৈক মতিনের বাসায় ভাড়া থাকেন। 

এ ঘটনায় অভিযুক্ত হলেন—আহত রাব্বির বাবা শহীদুল ইসলাম দানিছ (৫২)। 

স্থানীয়রা বলছে, অভিযুক্ত দানিছ জেলা শহরের একরামপুর স্টেশন রোডের একটি ফলের আড়তে চাকরি করেন। তাঁর দীর্ঘদিনের মদ্যপানের অভ্যাস ছিল। এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। রোববার সকালে স্ত্রীর কাছে নাশতা চান দানিছ। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। পরে ঝগড়ার একপর্যায়ে সার্জিক্যাল ব্লেড দিয়ে ছেলে রাব্বির গলা কেটে দেন। পরে স্থানীয়রা দানিছকে আটক করে পুলিশে খবর দিলে, পুলিশ গিয়ে তাঁকে আটক করে। অন্যদিকে রাব্বিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুতর জখমের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’ 

অভিযুক্ত দানিছের স্ত্রী শামছুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে ময়মনসিংহে পাঠাইছে ডাক্তারসাব। এলাকাবাসী ৫ টাকা, ১০ টাকা করে দিছে অ্যাম্বুলেন্স ভাড়ার লাইগা। ওসি স্যারও এক হাজার টাকা দিছে। ছেলেডা ময়মনসিংহে আছে, আল্লাহই জানে আমার ছেলেডা বাঁচব কি না? আমি আমার স্বামীর বিচার চাই।’ 

অভিযোগের বিষয়ে আহত যুবকের বাবা শহীদুল ইসলাম দানিছ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মদ্যপান করি বলে আমার দুই ছেলে রাব্বি ও রাফি এ পর্যন্ত চার বার মারধর করছে। শনিবার রাতেও আমাকে ভাত না দিয়ে মারধর করছে। রোববার সকালেও নাশতা চাইলে মারধর করছে। মারধর খেয়ে আমার মাথা ঠিক ছিল না, তাই এমনটা হইছে।’ 

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘দানিছকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত