Ajker Patrika

টাঙ্গাইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ১৯: ২৫
টাঙ্গাইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা

টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাসুদ পারভেজকে সভাপতি ও আবু সাইম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

আজ বুধবার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়। 

কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মো. মনিরুজ্জামান খান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার মানিককে ও মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্তদের পরবর্তী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। আগামী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। 

নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগের জেলা ও উপজেলার নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো জোরদার করা হবে।’ 

উল্লেখ্য, ২৭ মে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য ২৫ জন প্রার্থী হয়েছিলেন। তাঁদের মধ্যে সমঝোতার সময় দিলেও সাধারণ সম্পাদক পদের মাত্র তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের তালিকা ও জীবনবৃত্তান্ত ঢাকায় নিয়ে যান। সেগুলো যাচাই-বাছাই করে আজ বুধবার কমিটি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত