গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার সকালে দুই দফায় উপজেলার নিজামকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আলী চৌধুরীর ছেলে।
নিহতের ভাতিজা সাহিদ চৌধুরী জানান, নিজামকান্দি এলাকায় হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে পুরোনো শত্রুতা চলে আসছে। এরই জের ধরে গতকাল রোববার প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর বিরুদ্ধে।
ওই ঘটনার পরে আজ সকালে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের লোকজনের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। দুই দফার সংঘর্ষে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মো. আশিকুজ্জামান বলেন, ‘আজ সকাল ১০টার দিকে নিজামকান্দি থেকে মারামারির ৭ জন রোগী আসে। এর মধ্যে আনসার চৌরুরী নামের এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার সকালে দুই দফায় উপজেলার নিজামকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আলী চৌধুরীর ছেলে।
নিহতের ভাতিজা সাহিদ চৌধুরী জানান, নিজামকান্দি এলাকায় হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে পুরোনো শত্রুতা চলে আসছে। এরই জের ধরে গতকাল রোববার প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর বিরুদ্ধে।
ওই ঘটনার পরে আজ সকালে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের লোকজনের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। দুই দফার সংঘর্ষে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মো. আশিকুজ্জামান বলেন, ‘আজ সকাল ১০টার দিকে নিজামকান্দি থেকে মারামারির ৭ জন রোগী আসে। এর মধ্যে আনসার চৌরুরী নামের এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
ঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার (ফায়ার ইস্টিংগুইশার) বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেআপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না, তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন।
২১ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় শিক্ষাসফরের চারটি স্কুলবাসে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাস থেকে মালপত্র লুট করে নিয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ১০ দিনে এ সড়কে পরপর তিনটি ডাকাতির ঘটনা ঘটল।
২৫ মিনিট আগেচটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে