Ajker Patrika

মোহাম্মদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১১: ০৭
মোহাম্মদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে বেড়িবাঁধের ভাঙ্গা মসজিদের সামনে মৌমিতা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মোহাম্মদপুর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার পর বেড়িবাঁধের ভাঙ্গা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসের ভেতরের অংশ পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নেভায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘মোহাম্মদপুর বেড়িবাঁধের ওপর পার্কিং করে রাখা মৌমিতা পরিবহনের বাসে ভোর ৫টার পর অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত