বঙ্গবন্ধুর সমাধিতে শেখ রাসেল ফাউন্ডেশনের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২১: ২১
Thumbnail image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইঙ্ক। সংগঠনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন তারা। 

আজ শনিবার শেখ রাসেল ফাউন্ডেশন কুমিল্লার দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের আয়োজনে ১২টি বাসে করে ৬ শতাধিক লোক নিয়ে বেলা ৩টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের সব নিহতের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায়, দোয়া-মোনাজাত করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, সাধারণ সম্পাদক আল-আমিন বাবু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এ কে এম শফিকুল আলম (ভিপি কামাল), দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ খান, সহসভাপতি মোসলেউদ্দিন মাস্টার, লুৎফর রহমান বাবুল, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত