নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকের এক মামলায় আসামিকে জামিন দেননি হাইকোর্ট। অথচ জামিন হয়েছে ভেবে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি দিয়েছেন স্থগিতাদেশও। রাষ্ট্রপক্ষের এমন ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বিষয়টি নজরে আসার পর আজ বৃহস্পতিবার ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদকে ডেকে কথা বলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘ইমরান বনাম রাষ্ট্র’ মামলায় আমরা তো আসামিকে জামিন দেইনি। অথচ আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ নিয়ে এসেছেন। অ্যাটর্নি জেনারেলকে কিভাবে ভুল তথ্য দিলেন? এখানে অ্যাটর্নি জেনারেলের কোন দায় দেখছি না।
এ পর্যায়ে সাইফুদ্দিন খালেদ বলেন, ‘কার্যতালিকার পূর্বের মামলার জামিন আদেশের বিষয়টি ভুল করে এই মামলায় মার্ক করেছি। এটি আমার ভুল হয়েছে।’
জানা গেছে, কক্সবাজারের মাদকের এক মামলায় হাইকোর্টে জামিন চান মো. এমরান নামে এক আসামি। গত ১১ মার্চ আসামির জামিন আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের এই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে ওইদিন শুনানি ও আদেশ হয়নি। কিন্তু এই আসামির জামিন হয়েছে মর্মে অ্যাটর্নি জেনারেলকে নোট দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। রাষ্ট্রপক্ষের আবেদনে ১৪ মার্চ ওই জামিন স্থগিত করেন চেম্বার আদালত।
মাদকের এক মামলায় আসামিকে জামিন দেননি হাইকোর্ট। অথচ জামিন হয়েছে ভেবে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি দিয়েছেন স্থগিতাদেশও। রাষ্ট্রপক্ষের এমন ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বিষয়টি নজরে আসার পর আজ বৃহস্পতিবার ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদকে ডেকে কথা বলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘ইমরান বনাম রাষ্ট্র’ মামলায় আমরা তো আসামিকে জামিন দেইনি। অথচ আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ নিয়ে এসেছেন। অ্যাটর্নি জেনারেলকে কিভাবে ভুল তথ্য দিলেন? এখানে অ্যাটর্নি জেনারেলের কোন দায় দেখছি না।
এ পর্যায়ে সাইফুদ্দিন খালেদ বলেন, ‘কার্যতালিকার পূর্বের মামলার জামিন আদেশের বিষয়টি ভুল করে এই মামলায় মার্ক করেছি। এটি আমার ভুল হয়েছে।’
জানা গেছে, কক্সবাজারের মাদকের এক মামলায় হাইকোর্টে জামিন চান মো. এমরান নামে এক আসামি। গত ১১ মার্চ আসামির জামিন আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের এই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে ওইদিন শুনানি ও আদেশ হয়নি। কিন্তু এই আসামির জামিন হয়েছে মর্মে অ্যাটর্নি জেনারেলকে নোট দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। রাষ্ট্রপক্ষের আবেদনে ১৪ মার্চ ওই জামিন স্থগিত করেন চেম্বার আদালত।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৩২ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৩৭ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
৪০ মিনিট আগে