Ajker Patrika

গাজীপুরে দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর, চিকিৎসা চলছে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিবেদক
গাজীপুরে দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর, চিকিৎসা চলছে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ওষুধ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দগ্ধ চারজনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আজ শনিবার রাত ৯টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- ম্যাকানিক স্বাধীন (১৯) আব্দুল্লাহ (২০) আরমান (১৮) ও হৃদয় (২১)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাতে গাজীপুর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে হৃদয়ের ৪৫ শতাংশ, আরমানের ১৭ শতাংশ, আব্দুল্লাহর ৩০ শতাংশ ও স্বাধীনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। স্বাধীনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

এর আগে বিকেলে কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার বৈদ্যুতিক সুইচ থেকে আগুনে কেমিক্যাল ড্রামে বিস্ফোরণ হয়। এ সময় ওই চারজন নামাজের জন্য অজু করতে গিয়ে দগ্ধ হয়। পরে কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত