নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সমন্বয়হীনতায় স্কুলটির চলতি বছরের প্রথম শ্রেণির ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিল হয়েছে। বয়স জটিলতায় ভর্তি বাতিল হলেও এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়েছে। দুই প্রতিষ্ঠানের ভুলের মাশুল কেন শিক্ষার্থীরা দেবে—এমন প্রশ্ন তুলে ভর্তি বহালের দাবি তুলেছেন ভুক্তভোগীদের অভিভাবকেরা।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি তোলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ কাওসার হোসাইন বলেন, ‘মাউশির বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত বয়সসীমা ছয় প্লাস হওয়ার কথা ছিল। অনলাইন আবেদনের সময় ২০১৫ এবং ২০১৬ সালের শিক্ষার্থীদের অভিভাবকেরা টেলিটকের সার্ভারে জন্মতারিখ, শ্রেণি ও এলাকার তথ্য দিলে ভিকারুননিসার নামও আসে। নিয়ম অনুযায়ী আবেদন ফি পরিশোধ করে আমরা ভিকারুননিসাসহ পাঁচটি স্কুল সিলেক্ট করে আবেদন ফরম পূরণ করি। পরে লটারির মাধ্যমে ভিকারুননিসায় ভর্তির সুযোগ পায় আমাদের সন্তানেরা। ফলে তিন মাস ধরে বাচ্চারা অন্য শিশুদের সঙ্গেই নিয়মিত ক্লাস করে আসছিল। এ অবস্থায় ৪ মার্চ স্কুল প্রিন্সিপাল কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অভিভাবকদের জানানো হয় যে ২০১৫ ও ২০১৬ সালে জন্ম গ্রহণ করা ১৬৯ জন শিশুর ভর্তি বাতিল করা হয়েছে।’
বছরের এই পর্যায়ে এসে অন্য স্কুল বেছে নেওয়ার সুযোগ না পাওয়ায় বিপাকে পড়েছেন এসব অভিভাবকেরা। একই সঙ্গে তাঁদের সন্তানেরাও বিরূপ পরিস্থিতির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। শিশুরা মানসিক চাপের শিকার হচ্ছে। এ ছাড়া অভিভাবকেরাও সামাজিকভাবে হেয়প্রতিপন্নও হচ্ছেন।
সুমি আক্তার নামে এক অভিভাবক বলেন, স্কুলে ভর্তির জন্য অনেকেই বাসা পরিবর্তন করে স্কুলের কাছাকাছি চলে এসেছেন। অনেকে চাকরিও পরিবর্তন করেছেন। এ ছাড়া অনেকে দেশের অন্যান্য প্রান্ত থেকেও ঢাকায় এসেছেন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। এই পুরো প্রক্রিয়ায় বিদ্যালয় ও মাউশির মধ্যে সমন্বয়হীনতার ফলেই এটি ঘটছে। মাউশির নিয়ম ছয় প্লাস কিন্তু ভিকারুননিসা স্কুল আলাদা নিয়ম করেছে।
স্কুলের মূল নোটিশ বোর্ডে নয়, এক কোনায় ছোট করে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভর্তির জন্মসীমা উল্লেখ ছিল, যা চোখে পড়ার মতো না। বয়সসীমার এই বিষয়টি তাঁরা ভর্তি বাতিলের নোটিশ পেয়েই জেনেছেন অভিভাবকেরা। এসব উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে মো. আরিফুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, মাউশির নীতিমালা অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করবে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তারা এই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম পুরো প্রক্রিয়া মেনেই সম্পন্ন করেছেন। ভর্তি প্রক্রিয়ার শুরুতেই ব্যবস্থা নিলে এখন এতগুলো শিশুর ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত না। এ ছাড়া দেশের অন্যান্য স্কুলে যদি ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে পড়তে পারে সে ক্ষেত্রে ভিকারুননিসার ক্ষেত্রে আলাদা নিয়ম কেন?
এর আগে ৬ মার্চ ভিকারুননিসার প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়।
ভিকারুননিসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা গত ১৪ জানুয়ারি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট।
এরপর স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সমন্বয়হীনতায় স্কুলটির চলতি বছরের প্রথম শ্রেণির ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিল হয়েছে। বয়স জটিলতায় ভর্তি বাতিল হলেও এসব শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়েছে। দুই প্রতিষ্ঠানের ভুলের মাশুল কেন শিক্ষার্থীরা দেবে—এমন প্রশ্ন তুলে ভর্তি বহালের দাবি তুলেছেন ভুক্তভোগীদের অভিভাবকেরা।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি তোলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ কাওসার হোসাইন বলেন, ‘মাউশির বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত বয়সসীমা ছয় প্লাস হওয়ার কথা ছিল। অনলাইন আবেদনের সময় ২০১৫ এবং ২০১৬ সালের শিক্ষার্থীদের অভিভাবকেরা টেলিটকের সার্ভারে জন্মতারিখ, শ্রেণি ও এলাকার তথ্য দিলে ভিকারুননিসার নামও আসে। নিয়ম অনুযায়ী আবেদন ফি পরিশোধ করে আমরা ভিকারুননিসাসহ পাঁচটি স্কুল সিলেক্ট করে আবেদন ফরম পূরণ করি। পরে লটারির মাধ্যমে ভিকারুননিসায় ভর্তির সুযোগ পায় আমাদের সন্তানেরা। ফলে তিন মাস ধরে বাচ্চারা অন্য শিশুদের সঙ্গেই নিয়মিত ক্লাস করে আসছিল। এ অবস্থায় ৪ মার্চ স্কুল প্রিন্সিপাল কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অভিভাবকদের জানানো হয় যে ২০১৫ ও ২০১৬ সালে জন্ম গ্রহণ করা ১৬৯ জন শিশুর ভর্তি বাতিল করা হয়েছে।’
বছরের এই পর্যায়ে এসে অন্য স্কুল বেছে নেওয়ার সুযোগ না পাওয়ায় বিপাকে পড়েছেন এসব অভিভাবকেরা। একই সঙ্গে তাঁদের সন্তানেরাও বিরূপ পরিস্থিতির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। শিশুরা মানসিক চাপের শিকার হচ্ছে। এ ছাড়া অভিভাবকেরাও সামাজিকভাবে হেয়প্রতিপন্নও হচ্ছেন।
সুমি আক্তার নামে এক অভিভাবক বলেন, স্কুলে ভর্তির জন্য অনেকেই বাসা পরিবর্তন করে স্কুলের কাছাকাছি চলে এসেছেন। অনেকে চাকরিও পরিবর্তন করেছেন। এ ছাড়া অনেকে দেশের অন্যান্য প্রান্ত থেকেও ঢাকায় এসেছেন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। এই পুরো প্রক্রিয়ায় বিদ্যালয় ও মাউশির মধ্যে সমন্বয়হীনতার ফলেই এটি ঘটছে। মাউশির নিয়ম ছয় প্লাস কিন্তু ভিকারুননিসা স্কুল আলাদা নিয়ম করেছে।
স্কুলের মূল নোটিশ বোর্ডে নয়, এক কোনায় ছোট করে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভর্তির জন্মসীমা উল্লেখ ছিল, যা চোখে পড়ার মতো না। বয়সসীমার এই বিষয়টি তাঁরা ভর্তি বাতিলের নোটিশ পেয়েই জেনেছেন অভিভাবকেরা। এসব উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে মো. আরিফুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, মাউশির নীতিমালা অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করবে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তারা এই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম পুরো প্রক্রিয়া মেনেই সম্পন্ন করেছেন। ভর্তি প্রক্রিয়ার শুরুতেই ব্যবস্থা নিলে এখন এতগুলো শিশুর ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত না। এ ছাড়া দেশের অন্যান্য স্কুলে যদি ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে পড়তে পারে সে ক্ষেত্রে ভিকারুননিসার ক্ষেত্রে আলাদা নিয়ম কেন?
এর আগে ৬ মার্চ ভিকারুননিসার প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়।
ভিকারুননিসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা গত ১৪ জানুয়ারি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট।
এরপর স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন।
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংস্থাটি পরিবেশ সচিব ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ‘ডিমান্ড অব জাস্টিস’ নোটিশ প্রসঙ্গে তাগাদাপত্র দিয়েছে।
২ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১৫ মিনিট আগেযশোরের মনিরামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভাটার মালিক ও শ্রমিকেরা। উপজেলার ৪২টি ভাটার মালিক ও হাজারো শ্রমিক আজ মঙ্গলবার...
৩৮ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম আজ মঙ্গলবার এক বাসচালককে লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বাসশ্রমিকেরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক...
১ ঘণ্টা আগে