মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে মিলন (২৮) নামের এক পিকআপ ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের সহকারীরা জানান, মহাসড়কে পড়ে থাকা ত্রিপল আনতে গিয়ে ডাকাতদের হামলায় মিলন মারা গেছেন।
নিহত মিলন ঢাকার সাভারের কলমা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি টাঙ্গাইলের মধুপুর থেকে মুরগিবোঝাই পিকআপ নিয়ে সাভার যাচ্ছিলেন। হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন। তিনি বলেন, ঘটনাটি ডাকাতি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে পিকআপ ভ্যানে মুরগিবোঝাই করে দুই সহকারীকে নিয়ে চালক মিলন সাভারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে বাওয়ার কুমারজানী এলাকায় পৌঁছালে মহাসড়কে একটি নতুন ত্রিপল পড়ে থাকতে দেখেন তিনি। পিকআপ ভ্যান থামিয়ে ত্রিপল আনতে মহাসড়কে নামলে সেখানে ডাকাত দলের সদস্যরা মিলনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাপয়সা লুটে নিতে চায়। এ সময় তিনি দৌড়ে পালাতে গেলে ডাকাত দলের সদস্যরা তাঁকে কুপিয়ে মহাসড়কে ফেলে পালিয়ে যায়।
মিলনকে উদ্ধার করে তাঁর সহকারী রাহাত গাজীপুরের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাহাত মিয়া বলেন, ‘রাস্তায় ত্রিপল দেখে মিলন গাড়ি থামিয়ে তা আনতে যান। এ সময় আমি ঘুম ঘুম চোখে তাঁকে নিষেধ করে পিকআপ ভ্যানে বসে থাকি। কিছুক্ষণ পর একটি মাইক্রোবাস আমাদের পিকআপ ভ্যানের কাছে এসে একটি লাশ সরাতে বলে। তখন আমরা পিকআপ ভ্যান থেকে নেমে দেখি মিলন মহাসড়কে পড়ে আছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে মিলন (২৮) নামের এক পিকআপ ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের সহকারীরা জানান, মহাসড়কে পড়ে থাকা ত্রিপল আনতে গিয়ে ডাকাতদের হামলায় মিলন মারা গেছেন।
নিহত মিলন ঢাকার সাভারের কলমা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি টাঙ্গাইলের মধুপুর থেকে মুরগিবোঝাই পিকআপ নিয়ে সাভার যাচ্ছিলেন। হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন। তিনি বলেন, ঘটনাটি ডাকাতি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে পিকআপ ভ্যানে মুরগিবোঝাই করে দুই সহকারীকে নিয়ে চালক মিলন সাভারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে বাওয়ার কুমারজানী এলাকায় পৌঁছালে মহাসড়কে একটি নতুন ত্রিপল পড়ে থাকতে দেখেন তিনি। পিকআপ ভ্যান থামিয়ে ত্রিপল আনতে মহাসড়কে নামলে সেখানে ডাকাত দলের সদস্যরা মিলনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাপয়সা লুটে নিতে চায়। এ সময় তিনি দৌড়ে পালাতে গেলে ডাকাত দলের সদস্যরা তাঁকে কুপিয়ে মহাসড়কে ফেলে পালিয়ে যায়।
মিলনকে উদ্ধার করে তাঁর সহকারী রাহাত গাজীপুরের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাহাত মিয়া বলেন, ‘রাস্তায় ত্রিপল দেখে মিলন গাড়ি থামিয়ে তা আনতে যান। এ সময় আমি ঘুম ঘুম চোখে তাঁকে নিষেধ করে পিকআপ ভ্যানে বসে থাকি। কিছুক্ষণ পর একটি মাইক্রোবাস আমাদের পিকআপ ভ্যানের কাছে এসে একটি লাশ সরাতে বলে। তখন আমরা পিকআপ ভ্যান থেকে নেমে দেখি মিলন মহাসড়কে পড়ে আছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজের জন্য নীতিমালা অনুযায়ী জরিপ, গণশুনানি, প্রকল্প স্থান নির্ধারণ, প্রাক্কলন তৈরি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ৩০ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় রাত নামতেই শুরু হয় পদ্মা নদীর বালু লুটের মহোৎসব। প্রতিদিন প্রায় ৫০টি খননযন্ত্র (ড্রেজার) সক্রিয় থাকে ভোর পর্যন্ত। এতে ঝুঁকির মুখে পড়েছে পদ্মা সেতু রক্ষা বাঁধসহ দুই উপজেলার ডান তীর রক্ষা বাঁধ। প্রশাসন বলছে, আটক-জরিমানা করেও অবৈধ বালু ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না।
৭ ঘণ্টা আগেবৃষ্টি দেখে দুশ্চিন্তায় পড়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের আলুচাষিরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তরও বলছে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। কৃষকেরা বলছেন, ভারী বৃষ্টি হলে আলুর জমির অনেক ক্ষতি হবে। আলুখেতে অতিরিক্ত পান
৭ ঘণ্টা আগেমায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
৭ ঘণ্টা আগে