গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ বুধবারও বিক্ষোভ করছে। অবরোধ শুরু হওয়ার আগে সড়ক পারাপারের সময় হামিম গ্রুপের একটি কারখানার তিন নারী শ্রমিক আহত হওয়ার ঘটনায় ওই কারখানার শ্রমিকেরাও সড়কে নেমে আসেন।
তাতে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে এ সড়কে চলাচলকারী মানুষজন। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক ও সিরামিক কারখানার শ্রমিকেরা অক্টোবরের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেয়। তাতে চরম যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার তারা একই দাবিতে অবরোধ শুরু করে। পরে শুক্রবার বিরতি দিয়ে শনিবার সকাল থেকে আবার মহাসড়ক অবরোধ করে। রাতে সড়ক ছেড়ে দিলেও পরদিন আবারও তারা সড়ক অবরোধ করে। গতকাল মঙ্গলবার দিনভর আন্দোলন করেও সাড়া পাননি শ্রমিকেরা। পরে রাত ১০টার দিকে অবরোধ তুলে নিয়ে বাড়ি চলে যান। একই দাবিতে তারা আজও মহাসড়ক অবরোধ করে।
সূত্র আরও জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে এসব কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করার পর পুলিশে সোপর্দ করে। পরে মুচলেকা রেখে রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে আজ ভোরে জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক পারাপারের সময় তিন নারী শ্রমিক গাড়িচাপায় আহত হন। এ ঘটনায় গুজব ছড়িয়ে পড়ে যে, এক নারী শ্রমিক নিহত হয়েছে। তাতে ক্ষুব্ধ হয়ে ওই কারখানার শ্রমিকেরা সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
গত ১ নভেম্বর থেকে মহানগরীর পানিশাইল এলাকার ডরিন গ্রুপের তিনটি কারখানা বিনা নোটিশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এর প্রতিবাদের ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গত সোমবার থেকে আন্দোলন শুরু করে ওই কারখানার শ্রমিকেরা। দুই দিন আন্দোলনের পর মঙ্গলবার কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবার কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা তা মেনে নেয়। এ কারণে ডরিনের শ্রমিকেরা আজ আন্দোলনে যোগ দেয়নি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে যানচলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি। শ্রমিকেরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’
গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ বুধবারও বিক্ষোভ করছে। অবরোধ শুরু হওয়ার আগে সড়ক পারাপারের সময় হামিম গ্রুপের একটি কারখানার তিন নারী শ্রমিক আহত হওয়ার ঘটনায় ওই কারখানার শ্রমিকেরাও সড়কে নেমে আসেন।
তাতে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে এ সড়কে চলাচলকারী মানুষজন। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক ও সিরামিক কারখানার শ্রমিকেরা অক্টোবরের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেয়। তাতে চরম যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার তারা একই দাবিতে অবরোধ শুরু করে। পরে শুক্রবার বিরতি দিয়ে শনিবার সকাল থেকে আবার মহাসড়ক অবরোধ করে। রাতে সড়ক ছেড়ে দিলেও পরদিন আবারও তারা সড়ক অবরোধ করে। গতকাল মঙ্গলবার দিনভর আন্দোলন করেও সাড়া পাননি শ্রমিকেরা। পরে রাত ১০টার দিকে অবরোধ তুলে নিয়ে বাড়ি চলে যান। একই দাবিতে তারা আজও মহাসড়ক অবরোধ করে।
সূত্র আরও জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে এসব কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করার পর পুলিশে সোপর্দ করে। পরে মুচলেকা রেখে রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে আজ ভোরে জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক পারাপারের সময় তিন নারী শ্রমিক গাড়িচাপায় আহত হন। এ ঘটনায় গুজব ছড়িয়ে পড়ে যে, এক নারী শ্রমিক নিহত হয়েছে। তাতে ক্ষুব্ধ হয়ে ওই কারখানার শ্রমিকেরা সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
গত ১ নভেম্বর থেকে মহানগরীর পানিশাইল এলাকার ডরিন গ্রুপের তিনটি কারখানা বিনা নোটিশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এর প্রতিবাদের ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গত সোমবার থেকে আন্দোলন শুরু করে ওই কারখানার শ্রমিকেরা। দুই দিন আন্দোলনের পর মঙ্গলবার কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবার কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা তা মেনে নেয়। এ কারণে ডরিনের শ্রমিকেরা আজ আন্দোলনে যোগ দেয়নি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে যানচলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি। শ্রমিকেরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’
ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৩ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
২ ঘণ্টা আগে